সম্প্রচার করতে হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার খবর, নির্দেশ ভারত সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan)   অধিকৃত গিলগিট, মিরপুর ও মুজফফরাবাদের আবহাওয়ার ( weather) খবর ও সম্প্রচার করতে হবে ভারতের ( india) সংবাদমাধ্যম গুলিকে, এমনই নির্দেশ দিয়েছে মোদি সরকার। জানা যাচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কেন্দ্রকে এই পরামর্শ দেন৷

modi shah 1

আনুষ্ঠানিক ভাবে তিন মাস আগে কেন্দ্রীয় বিদেশমন্ত্রককে প্রস্তাবটি দেন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজেন্দ্র খান্না৷ প্রস্তাব দেওয়া হয় আইবি ও RAW -কেও। অবশেষে তা কেন্দ্রের অনুমোদন পেল।

১৯৪৭ সালের ভারত বিভাজন-এর সময় মহারাজা হরি সিং এর নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর (পূর্বতন করদ রাজ্য) স্বাধীন রাষ্ট্ররূপে অবস্থানের ইচ্ছা প্রকাশ করেন। সে সময় রাজার বিরুদ্ধে গড়ে ওঠা এক বিদ্রোহকে উস্কানি দিয়ে পাকিস্তান মদতপুষ্ট বাহিনী কাশ্মীরের পশ্চিমাংশের দখল নেয়।

অক্টোবর ২৬, ১৯৪৭ এ রাজা ভারত অন্তর্ভুক্তির চুক্তিপত্র সই করেন এবং ভারতের সামরিক সাহায্যের প্রত্যাশা করেন। অবশেষে ভারতীয় বাহিনী কাশ্মীরের অধিকাংশ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।

এই অঞ্চলের পশ্চিমে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুন খোয়া প্রদেশ; উত্তর-পশ্চিমে আফগানিস্তানের ওয়াখান করিডোর; উত্তরে গণপ্রজাতন্ত্রী চীনের জিনজিয়াং উইঘুর স্বশাসিত অঞ্চল এবং পূর্বে ভারত অবস্থিত।

সম্পর্কিত খবর