গরীবের ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা লুট করেছে মোদী সরকার, তোপ দাগলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটের মধ্যেও বাংলায় (West bengal) রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) দেশের টাকা লুট করছে, এমন বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমনই এক তথ্য প্রকাশ করলেন তিনি।

মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ ডেরেকের
ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বর্তমানে করুন অবস্থা। এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র মোদী সরকার। শনিবার এমনই কিছু বিস্ফোরক অভিযোগ এনে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন।

অভিযোগের প্রমাণও দেখালেন তিনি
তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের প্রকাশিত তালিকায় ৩৩ টি ব্যাংকের নাম রয়েছে। তিনি জানিয়েছেন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। গত বছরের ৩০ সেপ্টম্বর পর্যন্ত দেশে ২৪২৬ জন ঋণখেলাপি করেছে বলেও তিনি অভিযোগ করেছেন।

কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেছেন, সবমিলিয়ে মোট ১,৪৭,৩৫০ কোটি টাকা লুট করেছেন কেন্দ্র সরকার। এই পরিমাণ অর্থ দিয়ে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা পাঠানো যেত।

সম্পর্কিত খবর

X