বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীর প্রসঙ্গে ফের আরও একবার মোদি সরকারের সমালোচনা করলেন পাক প্রধানমন্ত্রী, ইমরান খান। ইমরান খান মোদির সঙ্গে নাৎসি নেতা হিটলারের তুলনা করলেন। ইমরান বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস নাৎসি ভাবাদর্শে অনুপ্রাণিত।
ইমরান খান বলেন , জার্মান একনায়ক হিটলার যেভাবে ইহুদিদের নিধন করেছিলেন ঠিক একইভাবে মুসলিমদের নিধন করবে মোদি সরকার। ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেন মোদি সরকার গণহত্যা করতে পারেন।
মোদি সরকার কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করার পর থেকেই ইমরান খান বিভিন্ন ভাবে সমালোচনা করছেন মোদি সরকারের।কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করে বিষয়টিকে ইমরান খান ‘একতরফা’ বলে দাবি করেছিলেন।
গতকাল ইমরান খান এক টুইট করে বলেন,’ ভারত অধিকৃত কাশ্মিরে কারফিউ জারি করা, দমননীতি এবং কাশ্মীরে দের উপর আসন্ন গণহত্যা যে নাৎসি ভাবাদর্শে
ভাবাদর্শে অনুপ্রাণিত আরএসএসের আদর্শ অনুযায়ী তা প্রমাণিত হচ্ছে।’
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার