বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরে বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা, যার জেরে উত্তপ্ত রাজনৈতিক মহল। কাশ্মীর নিয়ে তৈরি হওয়া এই বিবেদের ব্যাপারে আজ ব্যাখ্যা দেবেন নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা হলো? আজ জাতির উদ্দেশে এ বিষয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বিকেল চারটে নাগাদ অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশে নিজের বক্তব্য পেশ করবেন নমো। শুধু তাই নয় এর সাথে সাথে কাশ্মীর নিয়ে সরকারের আগামী পরিকল্পনা কি! সে বিষয়েও নয়া নজির তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর, নমোর বিরোধী দল গুলোর পাশে পাশে বেজায় চটেছে পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও বৃদ্ধি ঘটাতে সিদ্ধান্ত নিচ্ছেন ইমরান খানের দেশ। ইতিমধ্যেই পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে ইসলামাবাদ শীঘ্রই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয় হামলার আশঙ্কায় ৫ সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে পাকিস্তানের আকাশপথ।