বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় এসে প্রত্যাশামতো কোনও রাজনীতির কথা নয়, সিএএ-এনআরসি-এনপিআর নিয়েও বার্তা নয়, সম্পূর্ণ অন্য চর্চায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠানে এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা তুলে আনলেন তিনি৷ ভিক্টোরিয়ায় বাঙালি মনীষীদের গাথা তুলে ধরা হোক, প্রস্তাব দিলেন মোদি ৷ রবিবার তাঁর বক্তৃতায় বারেবারে উঠে এল নেতাজী, ক্ষুদিরাম, শরত্চন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ৷
এনআরসি-সিএএ নিয়ে যে রাজ্যে বিক্ষোভের ঝড় বইছে, সেই বাংলায় এসে বাঙালির ভাবাবেগকে আরও উসকে দিলেন প্রধানমন্ত্রী ৷ বিক্ষোভ-আন্দোলন, প্রতিবাদের ঝড় এড়াতে এটাকেই হাতিয়ার করলেন মোদি ৷
ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গ্যালারিতে বাঙালি বিপ্লবীদের কাহিনী তুলে ধরার কাজ ইতিমধ্যেই চলছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এখানকার পাঁচটি গ্যালারির মধ্যে দুটি বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেগুলি শীঘ্রই চালু করার নির্দেশ দিয়েছেন মোদি ৷ শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামে বাঙালি মহাপুরুষদের অপরিসীম অবদানের কাহিনী তুলে ধরা উচিত্ গ্যালারিতে, এ কথাও বলেছেন মোদি ৷
ওল্ড কারেন্সি বিল্ডিং-এ মোদি বলেছেন, ঐতিহাসিকরা নাকি ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনাকে এড়িয়ে গিয়েছেন ৷ ব্রিটিশ আমলে তাঁদের কৃতিত্ব এবং স্বাধীনতার পর বেশ কিছুকে গুরুত্বপূর্ণ ইতিহাস এড়িয়ে যাওয়া হয়েছে ৷
কলকাতায় এসেই শনিবার বিরোধীদের বিক্ষোভের যা জের নজরে এসেছিল, রবিবার শহরের চিত্র সেই তুলনায় অনেকটাই অনুকূল ৷ বাঙালির আবেগকে জাগিয়ে তুলে এদিন যা বক্তৃতা রাখলেন মোদি জি, তাতে বিক্ষোভ থেকে আজকের জন্য কিছুটা বিরতই থাকবে কলকাতাবাসী ৷