1+1 দুই নয় এগারো হয়, মোদী ও ফরনবীশ জুটির নয়া ফর্মুলা বাতলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে, আর মাত্র তিন দিন পরেই সেখানে নির্বাচন। আর এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি র সঙ্গে হাতে হাত মিলিয়েছে শিবসেনা। এবারের নির্বাচনকে জাতীয়তাবাদকে হাতিয়ার করেছে বিজেপি ও শিব সেনা জোট। তাই বিজেপির তরফে প্রার্থী দেবেন্দ্র ফড়নবিশকে আরও একবার ক্ষমতায় আনার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নির্বাচনী প্রচারে এসে রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে দেবেন্দ্রকে প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী,একই সঙ্গে গত পাঁচ বছরে মোদী ও ফড়নবিশ জুটি যেভাবে হিট হয়েছে তাতে এক হলে 1+1 মিলে দুই নয় এগারোর হয়।pm modi s rally in charkhi dadri 6aa1f058 f001 11e9 a269 0317b040ce03 1

একই সঙ্গে রাজ্যে বিজেপির প্রভাব সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সাল থেকে রাজ্যে যেভাবে মাফিয়াদের সংখ্যা কমে গিয়েছে সেই প্রসঙ্গ তুলে ধরেন পাশাপাশি রাজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক প্রস্তাবও দেওয়া হয় বিজেপির তরফে। এমনকি নির্বাচনী প্রচারে এসে নিজেদের ইস্তাহারে বিনায়ক সভারকারকে ভারতরত্ন দেওয়ার দাবি উস্কে দিয়েছেন তিনি। এদিন নির্বাচনী প্রচারে কংগ্রেসকে সরাসরি কটাক্ষ করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নাম না করে তাঁদের সত্যিই ডুবে মরা উচিত বলে মন্তব্য করেছেন পাশাপাশি প্রতি পদে পদে যেভাবে ভীমরাও রামজি আম্বেদকর কে অপমান করা হয়েছে এবং সাভারকরকে অপমান করা হয়েছে সে বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য এ বারের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপির জোরদার প্রচার চালাচ্ছে

এই প্রথমবার শিবসেনার তরফ থেকে ঠাকরে পরিবারের সদস্য নির্বাচনে দাঁড়াচ্ছেন তাই তাদের ইস্তাহারে একাধিক উন্নয়ন মেলা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে বিজেপি ও শিবসেনার জোট এবং হাড্ডাহাড্ডি লড়াই কি এ বারের বিধানসভা নির্বাচনে ফলপ্রসূ হবে? তা দেখা কার্যত সময়ের অপেক্ষা।


সম্পর্কিত খবর