রাস্ট্রসংঘে তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আমেরিকায় শুরু হয়েছে তামিল ভাষার চর্চা, চেন্নাইতে শুরু হলো মোদী ঝড়

বাংলা হান্ট ডেস্ক : নিউ ইয়র্কে অনাবাসী ভারতীয়দের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হাউডি মোদী৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বারবার তুলে ধরেন৷ অনুষ্ঠান মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে হিন্দি বাংলা ইংরেজি সহ একাধিক ভাষায় কথা বলেন তিনি৷ প্রতিটি ভাষায় কথা বলার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারত ভাল আছে৷ এই প্রথম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে বিদেশের মাটিতে গিয়ে এতগুলি ভাষায় কথা শোনা গেলেও আর সেখানে ছিল তামিল ভাষা ও৷

এ বার চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজের বার্ষিক অনুষ্ঠান মঞ্চ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে তামিল ভাষা চর্চা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ দিন অনুষ্ঠান মঞ্চে দ্বিতীয় বার লোকসভা নির্বাচনের পর প্রথম চেন্নাইয়ে এসে তিনি আপ্লুত বলে জানান প্রধানমন্ত্রী পাশাপাশি সেখানকার মানুষদের উষ্ণ অভ্যর্থনায় তিনি মুগ্ধ বলেও জানান৷ আর এর পর মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রসংঘে তিনি তামিল ভাষায় কথা বলার প্রসঙ্গ তুলে আনেন৷prime minister narendra modi addresses meeting public 0a45339a dfc7 11e9 b0cd 667d8786d605

একই সঙ্গে তিনি এও জানান তামিলের তাঁর ভাষণ দেওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তামিল ভাষা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে৷ শুধুমাত্র হাউডি মোদী অনুষ্ঠানেই নয় রাষ্ট্রসংঘে সাধারণ অধিবেশনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক তামিল দার্শনিকের কথা তুলে ধরেন এবং ভারতের ঐক্য বোঝাতে গিয়ে তামিল ভাষার প্রসঙ্গ তোলেন৷ তবে অনুষ্ঠান মঞ্চে তিনি বলেছিলেন আপনারা যদি জিজ্ঞাসা করেন হাওড়া মোদী? আমি বলি ভারতের সব আচ্ছা হ্যায় সব চাঙ্গা সি মজা মাছে অন্তরা বা গুম বি এল্লা চিন্না গ্রে, সর্বজন চোলাইয়ে সব খুব ভাল, সব ভাল্লাছি৷

অর্থাত্ প্রতিটি ভাষায় তিনি কী ভাবে নিজের উত্তর দেবেন তা তুলে ধরেন৷ এতগুলি ভাষায় কথা বলার পিছনে মোদীর একটাই উদ্দেশ্য তা হল বিদেশের মাটিতে ভারতের গুণগান করা এবং ভারতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেভাবে মিলে মিশে আছে তা বোঝানোর চেষ্টা করা৷

সম্পর্কিত খবর