বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) লকডাউন শুরু হওয়ার পর এখনো পর্যন্ত গোটা দেশে ৮.৩১ কোটি কৃষককে (Farmers) ১৬ হাজার ৬২১ কোটি টাকা বিতরণ করেছে। করোনা ভাইরাসের মহামারীর প্রসারকে রোখার জন্য দেশজুড়ে ২৪ মার্চ থেকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউন আগামীকাল ১৪ই এপ্রিল শেষ হতে চলেছে। যদিও এই লকডাউন শেষ হওয়ার আগেই সাতটি রাজ্যে লকডাউনের সময়সীমা আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই, কেন্দ্রের মোদীর সরকার দেওয়া এই ১৬ হাজার ৬২১ কোটি টাকা দেশের ৮৩.৭৭ লক্ষ কৃষকদের মধ্যে বিতরণ করেছে।
একটি সরকারি বয়ানে বলা হয়েছে যে, লকডাউনের সমস্য প্রধানমন্ত্রী কৃষক যোজনা অনুযায়ী যেই টাকা জারি করা হয়েছে, সেই টাকার মধ্যে গত বছরের বকেয়া রাশি ১,৬৭৪.৪৩ কোটি টাকাও যুক্ত আছে। এই যোজনা অনুযায়ী, শেষ রাশি চলতি আর্থিক বছরের জন্য প্রথম কিস্তিতে ১৪,৯৪৫ কোটি টাকা ৭ কোটি ৪৭ লক্ষ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা অনুযায়ী, কৃষকদের একটি আর্থিক বছরে দুই হাজার করে টাকা তিন কিস্তিতে মোট ৬ হাজার টাকা নগদ সাহায্য করা হবে, আর এই টাকা সোজাসুজি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। শুধুমাত্র কিছু উচ্চ আয় সম্পন্ন কৃষকদের এই যোজনার বাইরে রাখা হয়েছে।
সরকার ২৭ মার্চ থেকে তিন সপ্তাহের জন্য জারি লকডাউনের কথা মাথায় রেখে তৎকাল সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কৃষক যোজনা অন্তর্গত ৮.৬৬৯ কোটি কৃষককে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ২ হাজার টাকার প্রথম কিস্তি জারি করার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর এখনো পর্যন্ত ১৬,৬২১ কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।