বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারত পাঠাল এই বিশেষ উপহার, খুশিতে আত্মহারা হলেন শেখ হাসিনা

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Shiekh Hasina) জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। আজ ৭৩ বছরে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্মদিনের এই শুভ তিথিতে তাকে উপহার এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়ে জন্মদিনের জন্য অনেক শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উপহার তুলে দিলেন ভারতের রাষ্ট্রদূত
ভারতের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার নিয়ে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস। নিজের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার তুলে দিয়ে জন্মদিনের অনেক অভিনন্দন জানালেন।

IMG 20200928 111019

মোদী জি পাঠালেন বিশেষ উপহার
ভারতের এই প্রতিবেশী বন্ধু দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে এক বিশেষ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ১৯৭২ সালের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনার জন্মদিনে তাঁরই পিতার ভারত ভ্রমণের বিশেষ কিছু ভিডিও এবং ছবি উপহার স্বরূপ তুলে দেওয়া হল তাঁর হাতে।

১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের থেকে মুক্তি পাওয়ার কারণে ভারতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে মুক্তি যুদ্ধের আন্দোলনে ভারতের সাহায্য প্রার্থী হয়েছিলেন। এই ঘটনা ইতিহাসের পাতায় আজও স্মরণীয় হয়ে আছে। সেই বিশেষ সময়কার কিছু দুর্লভ মুহূর্তের ছবি শেখ হাসিনার জন্মদিনে তাকে উপহার স্বরূপ পাঠালেন প্রধানমন্ত্রী মোদী।

downloadfile 118

প্রসংশা করলেন হাসিনার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে এই দুর্লভ উপহার পাঠানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক সম্পর্কেরও প্রশংসা করেন মোদীজি। সেই সঙ্গে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব কালে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বোপরি শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশাও করেছেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর