ভারত-মলদ্বীপ বিতর্কের আবহেই মোদীর মাস্টারস্ট্রোক! মুইজ্জুকে পাঠালেন “বিশেষ বার্তা”, জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক মাস ধরে ভারত (India) ও মলদ্বীপের (Maldives) মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। মলদ্বীপে মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্রটির সম্পর্কের অবনতি হয়েছে। সেখান থেকে ভারতীয় সেনারাও ফিরছে। তবে, এই দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গত বুধবার মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন।

মূলত, প্রধানমন্ত্রী মোদী মুইজ্জু সহ তাঁর সরকার এবং দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও সভ্যতার সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, “আমরা ঈদ-উল-ফিতর ঐতিহ্যগত উৎসাহের সাথে উদযাপন করছি। বিশ্বজুড়ে মানুষ সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং সংহতির মূল্যবোধকে স্মরণ করছে। যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ার জন্য অপরিহার্য।” এমতাবস্থায়, ভারতীয় হাইকমিশন “X”-এ একটি পোস্টে বলেছে, “ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মলদ্বীপের রাষ্ট্রপতি, ডক্টর মোহাম্মদ মুইজ্জু, সরকার এবং মলদ্বীপ প্রজাতন্ত্রের জনগণকে তাঁর উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।”

https://twitter.com/HCIMaldives/status/1778051718795931904?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1778051718795931904%7Ctwgr%5Eb1d41ed79ce773973a55a0bc7a35f814e7f68ea7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.livehindustan.com%2Fnational%2Fstory-india-maldives-tension-pm-modi-special-message-to-mohamed-muizzu-know-what-he-says-9743027.html

প্রধানমন্ত্রী মোদী তাঁর বার্তায় ভারত ও মলদ্বীপের মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের কথাও তুলে ধরেন। উল্লেখ্য যে, চীনপন্থী নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু গত বছরের নভেম্বরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যে তিনি তাঁর দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবেন। মুইজ্জুর এই ঘোষণার পর ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

আরও পড়ুন: হয়ে যান সাবধান! ভারত সহ ৯২ টি দেশের iPhone ব্যবহারকারীরা রয়েছেন বিপদে, সতর্কতা জারি Apple-এর

মলদ্বীপ যাতে ক্ষুধার্ত না থাকে সেজন্য ভারত সম্প্রতি সাহায্য করেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সম্প্রতি, ভারত চলতি অর্থবর্ষে মলদ্বীপে ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা, চিনি এবং ডালের মতো কিছু নিত্যপ্রয়োজনীয় আইটেম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অধীনে মলদ্বীপে এই আইটেমগুলি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিনকে পাত্তাই দিচ্ছে না Apple? বেমালুম বাজারে আনল সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট

পাশাপাশি, DGFT আরও বলেছে, “ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা, চিনি, ডাল, পাথর এবং নদীর বালি মলদ্বীপে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে…মলদ্বীপে এই পণ্যগুলির রপ্তানির ক্ষেত্রে যে কোনোও বিদ্যমান নিষেধাজ্ঞা বা ভবিষ্যতের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হবে। এদিকে, গত শনিবার এই বিষয়ে মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, এই সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতির প্রতীক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর