সর্বকালের সেরা একাদশ বাছলেন মহম্মদ কাইফ, রোহিত শর্মার বদলে এই ক্রিকেটারকে করলেন অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর রোমাঞ্চ এখন চরমে পৌঁছেছে। সারা বিশ্বের সেরা ক্রিকেটাররা এই লিগে তাদের প্রভাব ফেলার মরিয়া করছে। ইতিমধ্যে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ তার সর্বকালের সেরা আইপিএল একাদশ বেছে নিয়েছেন। আশ্চর্যের বিষয় হল এই দলের অধিনায়ক হিসেবে তিনি আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মাকে বেছে নেননি।

মহম্মদ কাইফ কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল এবং রোহিত শর্মাকে তার দলে ওপেনিংয়ের জন্য জায়গা দিয়েছেন। গেইল এবং রোহিত আইপিএলের পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সেরা দুই ওপেনিং ব্যাটসম্যান। তিন নম্বরে বিরাট কোহলিকে জায়গা দিয়েছেন কাইফ। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট। যদিও তিনি এই মুহূর্তে চূড়ান্ত অফফর্মে ভুগছেন। এই তিন খেলোয়াড়কে নিজের টপ অর্ডারে রেখে দল সাজিয়েছেন কাইফ। কাইফ তার দলের মিডল অর্ডারে মিস্টার আইপিএল নামে পরিচিত সুরেশ রায়নাকে জায়গা দিয়েছেন। একই সঙ্গে পাঁচ নম্বরে কাইফের দলে জায়গা হয়েছে এবি ডিভিলিয়ার্সের। এছাড়াও তিনি মহেন্দ্র সিং ধোনিকে তার দলের উইকেটরক্ষক ও অধিনায়ক নিযুক্ত করেছেন। এছাড়া দলের অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেলকে বেছে নিয়েছেন কাইফ।

andre russell 70

একই সঙ্গে কাইফ তার দলের বোলিং লাইন আপে রশিদ খান, সুনীল নারায়ণকে স্পিনার হিসেবে রেখেছেন। এর বাইরে যশপ্রীত বুমরা ও লাসিথ মালিঙ্গার মতো দুই মারাত্মক ফাস্ট বোলারকে জায়গা দিয়েছেন তিনি। মালিঙ্গা আইপিএল ইতিহাসের অন্যতম সফল ফাস্ট বোলার।

মহম্মদ কাইফের সেরা একাদশ:
ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, এমএস ধোনি (c&wk), আন্দ্রে রাসেল, রশিদ খান, সুনীল নারায়ণ, যশপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা


Reetabrata Deb

সম্পর্কিত খবর