বাংলা হান্ট ডেস্ক : দিকে দিকে ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের অপমানের (Insult to National Flag) খবর প্রকাশ্যে আসছে বিগত কয়েক বছর ধরে। এবার এমনই একটি ঘটনা সামনে এল সোশ্যাল মিডিয়ার দৌলতে। দেশের জাতীয় দিয়ে মাংস পরিষ্কার করত এক ব্যক্তি। খবর পেয়েই তাকে গ্রেফতার করে পুলিস।
কেন্দ্র শাসিত অঞ্চল দাদরা নগর হাভেলির (Dadra Nagar Haveli) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। এক ব্যক্তি নিজের দোকানে মাংস পরিষ্কার করে তেরঙ্গা দিয়ে। ঘটনাটি ঘটে সে রাজ্যের সিলভাসা জেলার। জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম মোহম্মদ সৈফ কুরেশি। গত শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিস। জানা যাচ্ছে, ওই দোকানের মালিকের নাম হাশিম কুরেশি।
Police nab one for cleaning chicken with national flag in viral videohttps://t.co/uVjgbPDatN pic.twitter.com/xRdP4C4pnt
— DeshGujarat (@DeshGujarat) April 22, 2023
সংবাদমাধ্যম সূত্রে খবর, দাদরা নগর হাভেলির সিলভাসাতে ‘চিকেন শপ’ নামে একটি মাংসের দোকান ছিল। সেই দোকানে ওই ব্যক্তি তিরঙ্গা দিয়ে মাংসের টুকরো পরিষ্কার করত। সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে ভিডিও। সেই ভিডিও দেখেই ওই ব্যক্তির শাস্তি করছে নেট দুনিয়া।
সিলভাসা থানার এক পুলিস আধিকারিক বলেন,অভিযুক্তকে একটি পোল্ট্রি দোকানে মুরগি পরিষ্কার করার জন্য কাপড়ের টুকরো হিসেবে জাতীয় পতাকাকে ব্যবহার করতে দেখা গিয়েছে। ওই পুলিস আধিকারিক আরও বলেন, এই ঘটনায় জাতীয় পতাকার “অপমান” হয়েছে। জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ২-এর ধারার আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ২-এর ধারা অনুযায়ী, কোনও প্রকাশ্য জায়গায় বা অন্যত্র কোথাও-ই জাতীয় পতাকা পোড়ানো, বিকৃত করা, অপমান করা, অপবিত্র করা, ধ্বংস করা বা পদদলিত করা আইনত দণ্ডনীয় অপরাধ। দোষী সাব্যস্ত হলে তিন বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।