স্ত্রীর কপালে সিঁদূর, হাতে শাখা পোলা, আর স্বামীর হাতে বন্দুক ! দেখুন ভাইরাল টিকটক ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ইন্টারনেট। স্মার্টফোন ও ইন্টারনেটের দৌলতে যে কত অসাধ্য সাধন করা যায় কিছু মানুষকে না দেখলে তা বিশ্বাস করা অসম্ভব। স্মার্টফোনের হাজারো অ্যাপস মানুষের জীবনই বদলে দিয়েছে। তার মধ্যে অন্যতম হল টিকটক। এই জনপ্রিয় অ্যাপের ভক্ত হয়ে গিয়েছেন তারকারাও। তার মধ্যে একজন হলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মহম্মদ শামি।

download 1 37

জনপ্রিয় টিকটক অ্যাপের যে তিনিও একজন বড় অনুরাগী তা নিজেই প্রমাণ করে দিয়েছেন শামি। সম্প্রতি একটি টিকটক ভিডিও করতে দেখা গিয়েছে তাঁকে। একটি বিদেশি গানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে, হাতের ইশারায় বন্দুকে গুলি ভরছেন শামি। স্বল্প সময়ের এই টিকটক ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। হোটেলের ঘরে বসেই এই টিকটক ভিডিও করেছেন তিনি।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হার হয় ভারতের। তেমন ভাবে ভাল পারফর্ম করতে দেখা যায়নি শামিকে। তবে দ্রুত সেই অবস্থা কাটিয়ে উঠছেন তিনি। ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে খেলা শুরু হবে। এই মুহূর্তে টেস্টে সমতা ফেরানোর চেষ্টায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাই ম্যাচের আগে মেজাজ ফুরফুরে করতেই এই টিকটক ভিডিও মহম্মদ শামির।

https://www.facebook.com/Anamarziya54/posts/1906523452812993

প্রসঙ্গত, শামির প্রাক্তন স্ত্রী হানিস জাহানও পিছিয়ে নেই। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানে সম্পূর্ণ বাঙালি সাজে ধরা দিয়েছিলেন হাসিন। পরনে শাড়ি, হাতে শাখা, পলা, সিঁথিতে সিঁদুর, হাসিন জাহানের রূপ দেখে হতবাক হয়ে গিয়েছিল নেটজনতা। ভাইরাল হয়েছিল সেই ছবিও।

@mdshami11Time pass #report_test_001 #tiktokiindia #tik_tok #indian #cricket #fitness #cricketlovers♬ Lalala – İlkan Gunuc Remix – danilla_carvalho

Niranjana Nag

সম্পর্কিত খবর