বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজ আরম্ভ হচ্ছে। এই সিরিজে মোট দুটি ম্যাচ খেলা হবে। ভারত যদি দুটি ম্যাচই জিততে পারে, তাহলে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা এখনো বেঁচে থাকবে। লোকেশ রাহুল এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামির মতো ক্রিকেটারদের এই সিরিজে পাচ্ছে না ভারতীয় দল।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটের মহম্মদ কাইফ অবশ্য ভারতীয় দলকে নিয়ে আশাবাদী। ভারত যে এই টেস্ট সিরিজ দাপট দেখিয়ে জেতার ক্ষমতা রাখে সেটা স্বীকার করে নিয়েছেন তিনি। এই সিরিজে কার উপর তিনি আলাদা করে বিশেষ নজর রাখছেন সেটাও সম্প্রতি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন প্রাক্তন ভারতীয় তারকা।
মহম্মদ কাইফ জানিয়েছেন রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে এই সিরিজে চেতেশ্বর পূজারার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের সিনিয়র তারকার অনেক প্রশংসা করেছেন কাইফ। যেভাবে দল থেকে বাদ পড়ার পর নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সমালোচকদের জবাব দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন পুজারা, সেটা অত্যন্ত প্রশংসাযোগ্য বলে মনে করেন কাইফ।
পুজারা চলতি বছরের শুরু থেকে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন ধারাবাহিকতার অভাবের কারণে। এরপর তিনি ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেট খেলতে যান। সেখানে চার দিনের ক্রিকেট হোক কিংবা ৫০ ওভারের, সব জায়গাতেই অনেক রান করেছেন তিনি। ফলে নির্বাচকরা ইংল্যান্ড শহরের একটি টেস্ট ম্যাচের জন্য তাকে আর উপেক্ষা করতে পারেননি। এখন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ।
রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে শুভমান গিল ওপেন করবেন এমনটা ধরে নেওয়া যায়। নিজের চির পরিচিত তিন নম্বর জায়গাতেই ব্যাটিং করতে আসবেন পূজারা। লোকেশ রাহুল বার্তা দিয়েছেন যে তারা এই সিরিসে আগ্রাসী ক্রিকেটে খেলবেন। সেক্ষেত্রে পূজারার ভূমিকাটা দলে ঠিক কেমন হয় তা দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।