ভারতের পতাকাকে পায়ে মিশিয়ে পাকিস্তানের পতাকাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন মহম্মদ সাজিদ, নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গায়ে জড়ানো রয়েছে পাকিস্তানের (Pakistan) পতাকা (Flag), পায়ের তলায় রয়েছে ভারতের (India) পতাকা (Flag)। আর ভারতের পতাকার দিকে তাক করে ব্যক্তির হাতে রয়েছে বন্দুক। এমন ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। একজন ভারতীয় হয়ে এহেন নিম্ন মানসিকতার কাজ করায় গ্রেপ্তার করা হয় তাঁকে।

এই অসম্মানজনক ছবিটি ২০১৮ সালে বিহারের (Bihar) সিবানে তোলা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি বিহারের সিবান জেলার পাছরুখি থানার শেইখপাত্তি গ্রামের বাসিন্দা তায়াব হুসেইনের পুত্র মহম্মদ সাজিদ হুসেইন। একটি ছবিতে পাকিস্তানের পতাকা গায়ে পড়ে ভারতের পতাকাকে মাটিতে মিশিয়ে তার উপর দাঁড়িয়ে সেদিকে বন্দুক তাক করতে দেখা যায় তাঁকে। আর এই ঘটনার জেরেই সোস্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। ঘটনার তদন্ত করে সিবান (Siwan) পুলিশ গ্রেফতার করে তাঁকে। তার মামরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

এই ছবিটি আদেও সত্য নাকি বানানো সেটাও খতিয়ে দেখা হয়। এক ব্যক্তি এই ছবির সত্যতা যাচাইয়ের জন্য হোয়াটয়াপও করেছিলেন। তামিল ভাষায় (Tamil script) টেক্সট (Text) লিখে তিনি এই ছবিটি সকলকে দেখার এবং সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা বলেন।

রিভার্স ইমেজ সার্চ (Reverse Image Search) পদ্ধতিতে গুগল সার্চ করে ৩০ সে অগাস্টের এই জঘন্যতম পোস্টটি দেখতে পাওয়া যাবে। সিবান নিউজের অনলাইন থেকে এই ছবিটি প্রকাশ করা হয়েছিল। ভারতে থেকে একজন ভারতীয় হয়ে দেশের পতাকাকে অসম্মান করেন বিহারের তায়াব হুসেইনের পুত্র মহম্মদ সাজিদ হুসেইন। ২০১৮ সালের এই নিকৃষ্টমানের কাজের জন্য তাঁকে সেবছর গ্রেপ্তার করা হয়েছিল।

সম্পর্কিত খবর

X