বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে যাবতীয় গুজবের পরিসমাপ্তি ঘটিয়ে বিসিসিআই (BCCI) আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের (India’s Tour of South Africa) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করলো। বিরাট কোহলির (Virat Kohli) মতোই রোহিত শর্মাও (Rohit Sharma) আপাতত সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখছেন সেটা দল দেখেই বোঝা গেল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওডিআই সিরিজে লোকেশ রাহুল (KL Rahul) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু এর মাঝেই ভারতের তারকা বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে একটা খারাপ খবর শুনিয়েছে বিসিসিআই।
দক্ষিণ আফ্রিকায় অনিশ্চিত শামি:
ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা সত্ত্বেও সীমিত ওভারের ক্রিকেটে জায়গা হয়নি শামির। শুধুমাত্র দুটি টেস্ট ম্যাচের জন্য তাকে দলে রেখেছে বিসিসিআই। কিন্তু ২৬ শে ডিসেম্বর বক্সিং ডে টেস্টে তাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে বড় সন্দেহ রয়েছে সকলের মনে। ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে শামি নিজের চোটের চিকিৎসা করাচ্ছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তবেই তাকে পাওয়া যাবে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে যদি তাকে ছাড়াই মাঠে নামতে হয় ভারতীয় দলকে তাহলে সেটা রোহিত শর্মাদের কাছে একটা বড় ধাক্কা হবে।
ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা [অধিনায়ক], শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], লোকেশ রাহুল [উইকেটরক্ষক], রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা [সহ-অধিনায়ক], প্রসিদ্ধ কৃষ্ণ
আরও পড়ুন: বিশ্বকাপ হারের ক্ষত এখনও তাজা, BCCI-এর কাছে T20 ও ODI থেকে বিশ্রাম চাইলেন কোহলি! আশঙ্কায় ভক্তরা
ভারতের ওডিআই স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল [অধিনায়ক ও উইকেটরক্ষক], সঞ্জু স্যামসন [উইকেটরক্ষক], অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং
আরও পড়ুন: ‘আমি কোচ নই’, বোমা ফাটালেন রাহুল দ্রাবিড়! রোহিত, কোহলির পর তাকে নিয়েও অনিশ্চিত BCCI
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব [অধিনায়ক], রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], জিতেশ শর্মা [উইকেটরক্ষক], রবীন্দ্র জাদেজা [সহ-অধিনায়ক], ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার