দিলীপদের থেকে সংগঠনের রিপোর্ট কার্ড নিতে রাজ্যে আসছেন মোহন ভগবত

এ বার বিজেপির সাংগঠনিক রিপোর্ট কার্ড নিতে চার দিনের সফরে রাজ্যে আসছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত৷ তাই রিপোর্ট কার্ড নেওয়ার জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাংগঠনিক সভাপতি সুব্রত চট্টোপাধ্যায় সহ বিজেপির সাধারণ সম্পাদকদের ডেকে পাঠিয়েছেন তিনি৷ এমনিতেই 2021 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি আর একই পথে হাঁটছে রাষ্ট্রীয় সেবক সংঘ৷ লোকসভা ভোটের পর থেকে এই নিয়ে তৃতীয় বার রাজ্যে আসছেন মোহন ভাগবত৷

19-22 সেপ্টেম্বর অবধি চার দিনের একাধিক কর্মসূচি নিয়ে কলকাতায় পা রাখবেন তিনি৷ দফায় দফায় রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা৷ বৈঠকের পাশাপাশি প্রশিক্ষণ শিবিরেও যোগদান করবেন মোহন ভাগবত৷ রাজ্যে বিজেপির কাজকর্মের খতিয়ান খতিয়ে দেখতে আগস্টে দু বার রাজ্য সফর করেছেন মোহন ভাগবত৷ তবে এর পর আবারও বেশ কয়েকবার রাজ্য সফরে আসার সম্ভাবনা রয়েছে তাঁর৷ এর আগে কলকাতায় এসে বিজেপিকে নিজেদের দায়িত্ব পালন করতে কড়া ভাষায় নির্দেশ দিয়েছিলেন মোহন ভাগবত তাই সেই নির্দেশ অনুযায়ী কেমন কাজ হচ্ছে জানার জন্য সাংগঠনিক রিপোর্ট নেবেন তিনি৷

অন্যদিকে বিজেপির দলীয় সংগঠনের ক্ষেত্রে বড়সড় বদল হতে পারে বলে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল তাই এ বার মোহন ভাগবত রাজ্য সফরে এলেই সেই রদবদলের সম্ভাবনা রয়েছে৷ তবে গতবার তৃণমূল বিরোধিতায় হাতিয়ার বিজেপির এমনটা বলেছিলেন মোহন ভাগবত তবে এবার কর্মীদের কী বার্তা দিতে চান তা দেখার৷


সম্পর্কিত খবর