নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ের পর কলকাতায় ফিরলেন। আর শহরে ফেরার সাথে সাথেই তাকে সম্মানিত করা হল ভারতের জাতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের তরফে। বুধবার নোবেলজয়ী অভিজিৎ বাবুর বাড়িতে গিয়ে তাকে মোহনবাগানের আজীবন সদস্য পদ দিয়ে সম্মানিত করলেন মোহনবাগানের দুই শীর্ষ কর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশীষ দত্ত। অভিজিৎ বাবুকে মোহনবাগানের আজীবন সদস্য পদ দেওয়ার সাথে সাথে তার নাম লেখা জার্সি তাকে পড়িয়ে দেন মোহনবাগান কর্তারা। সবুজ মেরুন উত্তরীয় তাকে পরিয়ে দেওয়া হয়। সেই সাথে অভিজিৎ বাবুর হাতে তুলে দেওয়া হয় ‘সোনায় লেখা ইতিহাস’ নামে একটি বই।
নোবেলজয়ী অর্থনীতিবিদকে মাঠে বসে মোহনবাগানের খেলা দেখার জন্যও আমন্ত্রণ জানিয়ে এসেছেন মোহনবাগান কর্তারা। অভিজিৎ বাবু মোহনবাগান কর্তাদের জানিয়েছেন জানুয়ারি মাসে তিনি যদি কলকাতায় আসেন তাহলে তিনি মাঠে বসে মোহনবাগানের খেলা দেখবেন।
অপরদিকে কলকাতার আরেক ক্লাব ইস্টবেঙ্গলও তাদের আজীবন সদস্য পদ দিতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। অভিজিত বাবু সময় দিলে তাকে ক্লাবে নিয়ে গিয়ে সম্মানিত করতে চান ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু তার আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বাবুকে আজীবন সদস্য পদ দিয়ে সকল কে চমকে দিলেন ভারতের জাতীয় ফুটবল ক্লাব মোহনবাগান।