বছর বছর বউ বদল, মোহরকে চকাস চুমু খেয়ে ট্রোলারদের বুড়ো আঙুল দেখালেন দুর্নিবার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকাদের জীবনের সঙ্গে ট্রোল জড়িয়ে গিয়েছে ওতপ্রোতভাবে। বিশেষত সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha) নাগাড়ে সমালোচিত হয়ে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দেদারে কাটাছেঁড়া চলছে নেটপাড়ায়। প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সামাজিক বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ, আবার দ্বিতীয় বিয়েও সেরে ফেললেন দুর্নিবার।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী ঐন্দ্রিলা সেন ওরফে মোহরকে বিয়ে করেছেন দুর্নিবার। টলিউডে তাঁদের বিয়ে নিয়ে জাঁকজমক ছিল দেখার মতো। বিয়ে থেকে রিসেপশন সবেতেই নজর কেড়ে নিয়েছিলেন এই নতুন জুটি। সেই সঙ্গে বিনামূল্যে জুড়ে গিয়েছে ট্রোলিং।

mohor durnibar

বছর বছর স্ত্রী বদলানো নিয়ে কম কটাক্ষ সইতে হচ্ছে না দুর্নিবার মোহরকে। তবে দুজনের কেউই অবশ্য মুখ বুজে সহ্য করেননি নিন্দা। বরং দিয়েছেন সপাটে জবাব। দু মাস কাটতে চললেও এখনো নতুন বিয়ের রেশ কাটেনি জুটির। ট্রোলের মাঝেই একে অপরের মধ্যে ডুবে রয়েছেন দুজনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মোহর। দুর্নিবারের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। একটি ছবি তাঁদের বিয়ের পরে তোলা। অফ হোয়াইট শাড়িতে সেজে দুর্নিবারের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন মোহর। গায়কের পরনেও সাদা পাঞ্জাবি।

দ্বিতীয় ছবিটাতেই ছিল চমক। এই ছবিটি তোলা বিয়ের রাতে। বর কনের সাজে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছেন তাঁরা। ক্যাপশনে লেখা, ‘বস তেরা সাথ হো’। ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও বাজছে একই গান। ক্যাপশনের উত্তরে দুর্নিবার লিখেছেন, ‘হ্যায় না হাম তেরে সাথ, জিন্দেগি ভর’।

https://www.instagram.com/reel/Cr687lmIvA9/?igshid=NTc4MTIwNjQ2YQ==

প্রসঙ্গত, প্রথম বার মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন দুর্নিবার। আইনি বিয়ে সেরে চার বছর একত্র যাপনের পর ২০২১ এ সামাজিক বিয়ে করেন দুজনে। বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ ভাঙন ধরে সে সম্পর্কে। ২০২৩-এই আবারো নতুন সম্পর্কে দুর্নিবার। গত ৯ মার্চ দ্বিতীয় বিয়ে সারেন তিনি।

সম্পর্কিত খবর

X