স্প্যানিশ কোচ কিবু ভিকুনার হাত ধরে এই বছর ফের আই লিগ জিতেছে ভারতবর্ষের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান। আর মোহনবাগানকে আই লিগ জিতিয়েই আইএসএল এর পথে পা বাড়ালেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। আইএসএল এর অন্যতম শক্তিশালী ক্লাব কেরালা ব্লাস্টার্সে যোগদান করলেন মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনা। বেশ কয়েকদিন ধরেই উনার আইএসএল ক্লাব কেরালা ব্লাস্টার্সে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। কেরালা ব্লাস্টার্সে যোগদান করলেন আইলিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনা।
কিবু ভিকুনার হাত ধরেই এবার মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তারপরেও কিবুকে মোহনবাগান থেকে বিদায় নিতে হয়েছে। আর সেই সুযোগটি কাজে লাগালেন কেরালা ব্লাস্টার্সের কর্মকর্তারা। কেরালা ব্লাস্টার্সের কর্মকর্তারা তাদের পুরোনো কোচ এলকো শাতরির সাথে চুক্তি শেষ করে বুধবার সন্ধ্যায় কিবু ভিকুনার সাথে চুক্তিবদ্ধ হলেন।
নতুন মরশুমে এটিকের সাথে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলবে মোহনবাগান দল। সেই কারণে এই নতুন দলে ঠাঁই হয়নি কিবু ভিকুনার। এটিকে মোহনবাগান যে নতুন দল হতে চলেছে সেই দলের কোচ হিসেবে ইতিমধ্যে হাবাসের নাম ঘোষণা হয়ে গিয়েছে। সেই কারণে একপ্রকার বাধ্য হয়েই নতুন চ্যালেঞ্জ নিয়ে কেরালা ব্লাস্টার্সে যোগদান করলেন মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা।