১ জানুয়ারি ছিল জন্মদিন! মাত্র ৩৫-এই না ফেরার দেশে পাড়ি দিলেন মোহনবাগানের আই লিগ জয়ী ফুটবলার

Published on:

Published on:

Mohun Bagan's I-League winning footballer Sukhen Dey has passed away.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন ফুটবলার সুখেন দে (Sukhen Dey)। মোহনবাগানের হয়ে আই লিগ জেতা এই প্রাক্তন ডিফেন্ডার খেলেছিলেন ইউনাইটেড স্পোর্টসের হয়েও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সুখেন ছিলেন মোহনবাগানের প্রথম আই লিগ জয়ী দলের সদস্য। এমতাবস্থায়, তাঁর আকস্মিক প্রয়াণে বাংলার ফুটবল মহল শোকস্তব্ধ হয়ে পড়েছে।

না ফেরার দেশে পাড়ি দিলেন মোহনবাগানের আই লিগ জয়ী ফুটবলার সুখেন দে (Sukhen Dey):

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সুখেন ভারতীয় রেলে কাজ করতেন। অন্যান্য দিনের মতো গত শুক্রবারও তিনি গিয়েছিলেন ডিউটিতে। শরীরে কোনও অস্বস্তির ছাপ ছিল না। কিন্তু, কর্মস্থলে কাজ করাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তাঁর অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

এদিকে, আগামী ১ জানুয়ারি ছিল সুখেনের জন্মদিন। নতুন বছরে জন্মদিনের আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। সুখেনের অকাল প্রয়াণে ইউনাইটেড স্পোর্টসের কর্মকর্তা নবাব ভট্টাচার্য সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। যেখানে তিনি জানিয়েছেন সুখেনের পরিবারে বাবা-মা ছাড়াও স্ত্রী ও ৬ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন: এবার গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করতে চলেছে BSNL! দুর্ভোগ এড়াতে গ্রাহকদের করতে হবে এই কাজটি

জানিয়ে রাখি যে, ২০১১-১২ মরশুমে সুখেন দে-র পেশাদার ফুটবল জীবন শুরু হয়। সেই সময়ে তাঁর অভিষেক ঘটে ইউনাইটেড স্পোর্টসের জার্সিতে। ইউনাইটেড স্পোর্টসে বেশ সফল হয়েছিলেন তিনি। তারপরেই সুখেন যোগ দেন মোহনবাগানে। তিনি ২০১৪-১৫ মরশুমে মোহনবাগানের জার্সিতে আই লিগ জেতেন।

আরও পড়ুন: ২০১৪ থেকে লঞ্চ হয়েছে ৩৪ টি দেশের জন্য ৩৯০ টি স্যাটেলাইট, ISRO-র মাধ্যমে স্পেস মার্কেটে ভারতের দাপট

আই লিগ জয়ী মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ অংশ থাকা সুখেন সাইড ব্যাক হিসেবে রক্ষণ বিভাগকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় দায়িত্ব পালন করেছিলেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি যেভাবে স্পোর্টিং ক্লাব ডি গোয়ার বিরুদ্ধে ওডাফা ওকোলিকে আটকে দিয়েছিলেন, তা এখনও ফুটবল অনুরাগীদের মনে স্মরণীয় হয়ে রয়েছে।