চার্চিলকে হারিয়ে আইলিগ জয় প্রায় নিশ্চিত করে ফেলল মোহনবাগান।

আইলীগে ছুটে চলেছে মোহনবাগানের অশ্বমেদের ঘোড়া। কঠিন প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স কে হারিয়ে লীগ টেবিলে নিজেদের জায়গা আরও শক্তিশালী করল কিবু ভিকুনার মোহনবাগান। এই জয়ের ফলে ট্রফি জেতার দিকে আরও কয়েক ধাপ এগিয়ে গেল মোহনবাগান ব্রিগেড।

আজ গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চার্চিল ব্রাদার্স এবং মোহনবাগান। ঘরের মাঠে কল্যাণী স্টেডিয়ামে এই চার্চিলের কাছে 4-2 ব্যবধানে হারতে হয়েছিল মোহনবাগান কে। এই চার্চিলের ঘরের মাঠে তাদের 3-0 ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল ফ্রান গঞ্জালেজরা।

papa diawara x8krityoygdk1cpu4oat7517y

এই ম্যাচ শুরুর আগে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছিলেন চার্চিল ম্যাচ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এবারের আইলীগে এই চার্চিল ব্রাদার্স অন্যতম শক্তিশালী দল। তবে ম্যাচ শুরু হওয়ার পর অন্য মোহনবাগান কে দেখলো ফুটবল ভক্তরা। এইদিন শুরু থেকেই দারুন আক্রমনাত্মক মেজাজে পাওয়া যায় মোহনবাগানকে। তবে এই ম্যাচে মোহনবাগান অনেক গুলি সুযোগ পেয়ে গিয়েছিল। বেশ কয়েকটি সহজ সুযোগ যদি নষ্ট না করত তাহলে আরও বড় ব্যবধানে ম্যাচ জিততে পারত মোহনবাগান। ম্যাচের ফলাফল মোহনবাগান 3 – 0 চার্চিল ব্রাদার্স।

Udayan Biswas

সম্পর্কিত খবর