বাংলা হান্ট ডেস্ক: গত ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় রেল সার্ভিস চার্জ বাড়িয়েছে অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে। এর ফলে যাত্রীরা IRCTC-র মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গেলে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কিন্তু বর্তমানে নতুন পদ্ধতি অবলম্বন করলেই ট্রেনের টিকিটের ভাড়ায় বিশেষ ছাড় পাওয়া যাবে। কারণ ভারতীয় রেল ট্রেনের টিকিট পিছু ২৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। শুধু তাই নয় এই ছাড়ের সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন পড়ুয়া, কৃষক, দরিদ্র, রোগী, চিকিৎসক, ক্রীড়াবিদ্, বেকার, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন যুবক-যুবতী, সাংবাদিক, বিশেষভাবে সক্ষম, প্রবীণ নাগরিক-সহ অন্যরা।
রেলের নতুন সুযোগ সুবিধা চালু হওয়ায় লাভ হবে বহু যাত্রীদের। ভারতীয় রেল বিভাগ সাধারণ (জেনারেল) টিকিট থেকে শুরু করে স্লিপার, এসি প্রথম শ্রেণী, এসি চেয়ার কার এবং এসি সেকেন্ড ক্লাস- সমস্ত শ্রেণীর ট্রেনের টিকিটে এই ছাড় লাগু করেছে। কিন্তু এই বিশেষ সুযোগ পেতে গেলে কিছু পন্থা অবলম্বন করতে হবে, যার জন্য যাত্রীদের একটি ফর্ম পিল-আপ করতে হবে, তবেই তাঁরা ট্রেনের ভাড়ায় এই বিশেষ ছাড় পাবেন।
যদি কোনও রোগী ট্রেনের ভাড়ায় এই ছাড় পেতে চান তাহলে তাঁকে ডাক্তারের সার্টিফিকেট দেখাতে হবে। এই সার্টিফিকেটে চিকিৎসকের স্বাক্ষর-সহ সমস্ত তথ্য থাকা আবশ্যিক। তবেই এই বিশেষ সুযোগ পাওয়া যাবে। বিশেষভাবে সক্ষম, মানসিক রোগী, ক্যানসার রোগী, হৃদরোগ এবং কিনডির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা ট্রেনের ভাড়ায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।