যখের ধন! ভোটের আগের রাতে কলকাতার কাছে মিলল কাঁড়ি কাঁড়ি টাকা, অঙ্ক জানলে মাথা ঘুরবে

বাংলাহান্ট ডেস্ক : নাকাচেকিং চলার সময় লাখ লাখ টাকা উদ্ধার করলে পুলিশ। আগামীকাল লোকসভা নির্বাচনের শেষ পর্ব। ঠিক তার আগের দিন সন্ধ্যায় অর্থাৎ আজ শুক্রবার সন্ধ্যায় হাওড়া থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার করল পুলিশ। একটি বাইক থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই বাইকটি থেকে সব মিলিয়ে ১০ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রাত পেরোলেই লোকসভা নির্বাচনের সপ্তম পর্ব। ঠিক তার আগের দিনের সন্ধ্যে হাওড়া (Howrah) থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার। আগামীকাল রবিবার ভোট। ৯ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এমনিতেই রাজ্য রাজনীতি সরগরম। তারই মাঝে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হওয়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে যে, হাওড়া ব্রিজে শুক্রবার সন্ধ্যায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ প্রশাসন। নাকা চেকিং চলার সময় বিপুল নগদ টাকা উদ্ধার করে পুলিশ প্রশাসন। এই টাকা উদ্ধার হয়েছে একটি বাইক থেকে। গুনে দেখা যায় সর্বমোট ১০ লক্ষ ১৩ হাজার টাকা রয়েছে সেখানে।

   

সালকিয়ার বাসিন্দা যশোবন্ত সিং নামক এক যুবকের থেকেও উদ্ধার হয়েছে বিপুল টাকা। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায়,”আমার অফিসে নিয়ে যাচ্ছিলাম টাকা। ক্যুরিয়ার সার্ভিসের ব্যবসা। বুকিংয়ের টাকা এগুলো। সেগুলি রাখতে যাচ্ছিলাম”। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ।

money laundering

যদিও ভোটের আগে টাকা উদ্ধার হওয়ার ঘটনা নতুন নয়। আলিপুরদুয়ারে জিততে কলকাতা থেকে টাকা আনতে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা। বিরোধীদের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসকদল। প্রসঙ্গত, ষষ্ঠ দফা নির্বাচনের আগে মেদিনীপুরের ঘাটাল দাসপুরের খুকুড়দায় নাকা তল্লাশি করতে গিয়ে ২৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল একটি গাড়ি থেকে। সে নিয়েও অনেক জল ঘোলা হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর