প্রভুর মৃত্যুতে শোকে কাতর হনুমান, বিদায় মুহূর্তে ভরিয়ে দিল চুমুতে! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়শই এমন কিছু ভিডিও বা ছবি ভাইরাল হয় যা দেখে কখনও আমরা হাসি কখনও বা আমাদের চোখে জল আসে। তেমনই সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা বলতে বাধ্য হয়েছেন, বন্ধুত্ব হোক এমনই।

এই ভিডিওটি হল এক হনুমান ও এক ব্যক্তির। যদিও অই ব্যক্তি সেখানে মৃত আর এক বাঁদর তাঁর বন্ধুর শেষকৃত্যে বসে আছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ৪৫ সেকেন্ডের দীর্ঘ এই ক্লিপে একজন হনুমানকে এমন এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দেখা যায়, ওই মৃত ব্যক্তি ওই হনুমানের প্রতি যত্নশীল ছিলেন এবং যখনই হনুমানটি তার বাসভবনে যেত, খাবার সরবরাহ করত। যদিও অবলা হনুমান ওই মৃত ব্যক্তিটিকে জাগানোর চেষ্টা করছে।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে পূর্ব শ্রীলঙ্কার বাত্তিকালোয়ার এই ভিডিওটি শেয়ার করেছেন টুইটার ব্যবহারকারী আসলাও সিসি। শোকার্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের ভিড়ের মধ্যে বানরটিকে তার লাশের পাশে সাহসিকতার সঙ্গে বসে থাকতে দেখা যায়। একজন ব্যক্তি লাঙ্গুরটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সে যেতে অস্বীকার করে। কিছুক্ষণ পর দেখা যায়, ওই ব্যক্তির দেহ স্যালুট করছে এবং এমনকি তার কপালে চুম্বন করছে।

একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘অসাধারণ’। আসলাও সিসি টুইটারে শেয়ার করার পর ভিডিওটি এখন পর্যন্ত হাজার বারেরও বেশি বার দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ক্লিপ রয়েছে যা দেখায় যে মানুষ এবং প্রাণীরা একটি বিশেষ বন্ড ভাগ করে নেয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X