দক্ষিণবঙ্গেও বর্ষার চোখরাঙানি! কবে কোন জেলায় বৃষ্টির তোলপাড়? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে মেঘের আনাগোনা থাকলেও তেমন বর্ষণ হচ্ছে না। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম এখনও কমেনি। এর মাঝেই আশার খবর শোনালো হাওয়া অফিস। শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) ঢুকতে চলেছে। এমতাবস্থায় দক্ষিণবঙ্গে জুড়ে জারি করা হল হলুদ সতর্কতা (Weather Update)।

এই মুহূর্তে উত্তরবঙ্গে ইসলামপুর অবধি এসে আটকে রয়েছে বর্ষা। টানা বৃষ্টি (Rain) হচ্ছে উত্তরে (North Bengal)। তবে IMD জানিয়েছে, এবার শীঘ্রই দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির ‘খেল’ শুরু হতে চলেছে। আগামী ৩-৪ দিনের মধ্যে আবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এগোতে শুরু করবে। তখনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষাও ঢুকবে।

এই আবহে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৯ জুন, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুনঃ ‘আক্রান্ত’, ‘ঘরছাড়া’দের খোঁজ নিতে গিয়ে নিজেরাই বিপাকে! BJP-র কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদও আস্তে আস্তে কমতে শুরু করবে। আগামী কয়েকদিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২০, ২১ এবং ২২ জুন অবধি দক্ষিণবঙ্গের সকল জেলায় সতর্কতা জারি থাকবে। বৃষ্টি চলবে আরও ৩ দিন। ২৫ জুন অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজবে বলে খবর।

Rain forecast in South Bengal North Bengal Kolkata West Bengal weather update 17th June

অন্যদিকে ২৫ জুন অবধি উত্তরবঙ্গেও বৃষ্টি বজায় থাকবে বলে জানানো হয়েছে। বুধবার আবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২০, ২১ এবং ২২ জুন উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর