বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি পড়ছে, আর মন খারাপও বাড়ছে। পুজোর আগে ভাসবে নাকি দক্ষিণবঙ্গ (South Bengal Weather)? এই প্রশ্নই এখন সকলের মনে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে ফের বৃষ্টি বাড়বে। এদিকে আজ থেকে আগামী চার দিনও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে। এর জেরেই ফের বাড়বে বর্ষণ। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তালিকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও।
মঙ্গলে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত টানা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। বজ্রপাতের সতর্কতাও রয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সতর্কতা থাকছে এদিনও।। এরপর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার অবধি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহর কলকাতাতেও। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি থেকে বজ্রপাত চলবে।
এরপর ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোথাও কোথাও কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আরও পড়ুন: নেপালের পর এবার এশিয়ার এই দেশে বিদ্রোহের আগুন! দুর্নীতি-বিরোধী বিক্ষোভে উত্তাল পরিস্থিতি
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কমই থাকবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।