উত্তরবঙ্গে রেড অ্যালার্ট! রবিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আগাম খবর জেনে নিন

Published on:

Published on:

south bengal weather(88)

বাংলা হান্ট ডেস্ক: পুজোরও পরও পিছু ছাড়ছে না বর্ষণ। সকাল থেকে মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গ ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে রীতিমতো দুর্যোগের পরিস্থিতি। একাধিক জেলায় জারি লাল সতর্কতা। রবিবার কি আরও বাড়বে বর্ষণ? কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।

দক্ষিণবঙ্গে কতদিন চলবে দুর্যোগ? South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা বেশ কয়েকদিন। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ এই দুই জেলাতে। রবিতে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস।

South Bengal Weather

আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বীরভূম এবং নদিয়ায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস। সর্বত্র হলুদ সতর্কতা জারি রয়েছে।

রবিবারও মোটের উপর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বেশি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

south bengal weather

আরও পড়ুন: ‘তৈরী থাকুন’, কেন্দ্র DA বাড়াতেই বড় ‘প্ল্যান’ রাজ্যের সরকারি কর্মীদের, বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে তোলপাড়

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি চলছে। আজ ও আগামীকালদার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। এদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে প্রবল বর্ষণের (২০ সেন্টিমিটারেরও বেশি) সম্ভাবনায় লাল সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কম-বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।