৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় খেল! রেহাই পাবে না কলকাতাও: আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(28)

বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ বিপর্যয়ের পর এখনও সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি উত্তরবঙ্গের পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত | South Bengal Weather

চলতি সপ্তাহেই বর্ষার বিদায় নিতে পারে বাংলা থেকে। তার আছে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।

আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির চলবে বুধবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়।

south bengal weather(70)

উপকূলের জেলাগুলিটে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অবধি।

শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে। শনিবার আরও কমবে বৃষ্টি। রবিবার পর্যন্ত হালকা কখনও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আর পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

South Bengal Weather forecast

আরও পড়ুন: ২০২৬, চাকরিজীবীদের বেতন নিয়ে বড়সড় সুখবর! রিপোর্ট সামনে আসতেই উৎফুল্ল সকলে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে না। বুধবার বিক্ষিপ্তভাবে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বৃষ্টি হবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে কিছু কিছু অংশে।