আরও ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, শুক্রে জারি হল হলুদ সতর্কতা, আবহাওয়ার লেটেস্ট আপডেট

Published on:

Published on:

south bengal weather(67)

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার মেজাজ বিগড়ে আছে। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর জেরে উত্তর ও দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেরই অধিকাংশ জেলায় বৃষ্টি হচ্ছে। একদিন পর মহালয়া। কবে কমবে বৃষ্টি? কপালে চিন্তার ভাঁজ বঙ্গবাসীর।

দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে মঙ্গলবার পর্যন্ত | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। ভারী বৃষ্টির অবশ্য সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। এরপর শুক্রবার ঝড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা। এদিন দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। এদিন থেকে বৃষ্টির দাপট খানিকটা কমলেও একেবারে রেহাই মিলবে না। কলকাতাতেও বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে কিছু কিছু অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

South Bengal Weather chance of rain again in bengal storm and rain warning in 12 districts

আরও পড়ুন: ‘ঘাড় ধরে বের করে দিন’, চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা, অভিযুক্ত ছেলেকে ‘শায়েস্তা’ করে ছাড়লেন

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সিলসিলা জারি থাকবে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদহ এই দুই জেলাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে আগামী সপ্তাহের শুরুর দিক অবধি।