গভীর জলে পাওয়া এবার ‘দানব’ স্ক্যুইড অবস্থান

 

বাংলা হান্ট ডেস্ক: ঐতিহাসিক এক আবিস্কার।যে ভিডিয়ো বিজ্ঞানীদের হাতে এসেছে, তা সত্যিই বড় খবর। মেক্সিকোর গভীর জলে মিলল বিশালাকৃতি স্কুইডের অবস্থান।

 

জানা গেছে,৭৫০ মিটার গভীরে, নিকষ কালো জলের মধ্যে ক্যামেরা নামিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। সেখানে ধরা পড়ল জায়েন্ট স্ক্যুইড যা এক বিশালাকৃতির। ক্যামেরাটিকে আক্রমণ করেই ফের কালো জলের অন্ধকারে মিশে যায় সেই স্ক্যুইড।

5e49d img 20190624 wa0029

এই প্রথমবার আমেরিকার জলের নীচে জায়েন্ট স্ক্যুইডের অবস্থান যা বিজ্ঞানীদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো পরিস্থিতি। ন্যাশানাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিরিক অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকের একটি দল অভিযান চালিয়েছিল। সেখানেই এই ভিডিয়োটি ধরা পড়ে। প্রসঙ্গত, ৩,২৮০ ফিট সমুদ্রের নীচের অবস্থানকে মিডনাইট জোন নামে খ্যাত।দেখা মেলে সেই জায়গায়।

সম্পর্কিত খবর