অভিষেকের নবজোয়ারের মাঝে ফের ভাঙন তৃণমূলে! বিজেপিতে যোগ কয়েকশ কর্মী-সমর্থকের

বাংলা হান্ট ডেস্ক : ঢাক-ঢোল পিটিয়ে চলছে তৃণমূলের (TMC) জন সংযোগ যাত্রা। নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মুহুর্তে উত্তরবঙ্গে (North Bengal) রয়েছেন তিনি। আর তাঁর সফরের মাঝেই ভাঙন আলিপুরদুয়ারে (Alipurduar) তৃণমূলে। জন সংযোগ যাত্রার কর্মসূচির মাঝেই তৃণমূল কংগ্রেসে ছেড়ে কয়েক’শো কর্মী-সমর্থক বিজেপিতে (BJP) যোগ দিলেন।

জানা যাচ্ছে, আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক মনোজ ওড়াওয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন ও তৃণমূল কর্মীরা। অভিষেকের জন সংযোগ যাত্রার শুরু থেকেই চরমে উত্তেজনা৷ কোচবিহারের শীতলকুচি এবং মাথাভাঙায় পরপর দু’দিন অভিষেকের অনুপস্থিতিতে হাতাহাতিতেও জড়িয়ে পরেন তৃণমূল নেতা-কর্মীরা।

abhishek 2

সেই ঘটনায় আহতও হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও নেতা৷ এর জেরে এমনিতেই অস্বস্তিতে পড়েছিল দল ৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার আলিপুরদুয়ার বিধানসভায় ফাটল ধরল তৃণমূলে ৷ বিধানসভার ১০ ও ১২ নম্বর বুথে এদিন বিজেপির যোগদান কর্মসূচিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল তৃণমূল কর্মীরা ।

সূত্রে খবর, এদিন সকালে কুমারগ্রাম বিধানসভার বারোবিশা চৌপথি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন সংযোগ যাত্রা কর্মসূচিতে যোগ দিতে যান। কুমারগ্রামের সংকোশ শিব মন্দিরে পুজো দিয়ে শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর বারোবিশা, আলিপুরদুয়ার ও কালচিনিতে তিনটি জনসভা করেন তিনি। তাঁর এই আলিপুরদুয়ার সফরের মাঝেই তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করলেন। যার জেরে নতুন করে অস্বস্তিতে পড়েছে দলের জেলা নেতৃত্ব ৷

শালকুমারহাটের তৃণমূলের বুথ সভাপতি ধীরেন বসুমাতা এদিন বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান মনোজ ওড়াও। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ ওড়াওয়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তৃণমূল কংগ্রেসের শালকুমার হাটের বুথ সভাপতি-সহ অন্যান্যরা। জেলায় অভিষেকের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির পাশাপাশি প্রায় ৩২ পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় রীতিমতো অস্বস্তিতে জোড়াফুল শিবির।


Sudipto

সম্পর্কিত খবর