পহেলগাঁও হামলার পরেই শুরু ‘অ্যাকশন’, আটক ১০০০ এরও বেশি বাংলাদেশি, প্রত্যেকের কাছে বাংলার ভুয়ো নথি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীর হামলার পরেই অবৈধ অনুপ্রবেশ নিয়ে আরো কড়া হয়ে উঠেছে সরকার। কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত ঘাপটি মেরে থাকা পাকিস্তানিদের খুঁজে বের করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে সতর্ক করেছিলেন। এবার শনিবার গুজরাট থেকে খোঁজ মিলল প্রায় হাজারেরও বেশি বাংলাদেশির (Bangladesh)। তাদের প্রত্যেকের কাছেই পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ।

গুজরাট থেকে আটক হাজারের উপর বাংলাদেশি (Bangladesh)

শনিবার মধ্যরাতে চিরুনি তল্লাশিতে আহমেদাবাদ এবং সুরাট থেকে পুলিশের জালে ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা (Bangladesh)। ৮৯০ জনকে ধরা হয়েছে আহমেদাবাদ থেকে এবং ১৩৪ জন ধরা পড়েছে সুরাটে। এদের মধ্যে রয়েছে প্রচুর মহিলা এবং শিশু। তাদের উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যর্পণ করা হবে বলে জানানো হয়েছে।

More than 1000 Bangladesh immigrants caught in gujarat

মিলেছে পশ্চিমবঙ্গের ভুয়ো নথি: গুজরাট স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বলেন, এর আগে এ রাজ্যে এত বড় অপারেশন হয়নি। তিনি আরো বলেছেন, এখনও পর্যন্ত যারা অবৈধ ভাবে রয়েছেন তারা নিজে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। পুলিশ খুঁজে ঠিকই বের করবে এবং তারপর ফেরত পাঠানো হবে। তিনি জানান, ধৃতরা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী (Bangladesh)। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের জাল পরিচয়পত্র বানিয়ে রেখেছিল তারা। ওই ভুয়ো নথি দিয়েই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারা।

আরো পড়ুন : ‘কাশ্মীর আমাদের ছিল আর…’, পহেলগাঁও হামলা নিয়ে কড়া জবাব সুনীল শেট্টির

আগেও গ্রেফতার হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী: কিছুদিন আগে দুজন বাংলাদেশিকে (Bangladesh) গ্রেফতার করা হয়েছে, যারা আল কায়েদার স্লিপার সেলের সদস্য বলে জানান প্রতিমন্ত্রী। শনিবার যাদের ধরা হয়েছে তাদের মধ্যেও অনেকে মাদক এবং নারী পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন : বাংলার পাশেই ‘গোপন’ ঘাঁটি, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে চলছিল এই সব! ধরা পড়তেই ‘ফাঁস’ বিষ্ফোরক তথ্য

উল্লেখ্য, রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছিল। ধৃতদের কাছে পশ্চিমবঙ্গের ভুয়ো নথি পাওয়া গিয়েছে, সে সংক্রান্ত প্রমাণ সরকারের কাছে পাঠানো হবে। পাশাপাশি গুজরাটের ডিজিপি বলেন, ধৃতদের জেরা করে কোন দেশের নাগরিক তা জানা গিয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X