বিভিন্ন দল ছেড়ে ১৩০০ কর্মী যোগ দিলেন বিজেপিতে

Staff Report: ফের ভাঙন শাসক দলে। লোকসভা ভোটের পর রাজ্যে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে গেরুয়া শিবির। শাসক শিবির থেকে প্রায় দিনই বড় বড় নেতারা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। একদিকে দলে ভাঙন আবার আরেকদিকে কাটমানি ইস্যু। রাজ্যে ক্রমশই জমি হারাতে চলেছে শাসক দল তৃণমূল। ভাঙন রুখতে তৎপর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে, ওনার কড়া নির্দেশের পরেও কোনমতেই দলে ভাঙন রোখা যাচ্ছে না।

 

গতকাল এরকই ভাঙন ফের দেখা গেলো শাসক দলে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কুলপি মণ্ডলে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখ্যার্জীর জন্ম বার্ষিকীতে আয়োজিত বিজেপির একটি জনসভায় শাসক দল তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে ১৩০০ কর্মী যোগ দেন বিজেপিতে।

লোকসভা ভোটে মথুরাপুর লোকসভা কেন্দ্রে জিতেছিল শাসক দল। কিন্তু জয় স্বত্বেও দলে ভাঙন রুখতে ব্যার্থ তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি (পশ্চিম)-র সভাপতি অভিজিৎ দাসের হাত থেকে বিভিন্ন দল থেকে আসা কর্মীরা এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন।

বিজেপি নেতা অভিজিৎ দাস বলেন, ‘মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে জয়লাভ করেছেন। এই সংখ্যালঘু ভোট আগামী বিধানসভা নির্বাচনে তাদের পক্ষে থাকবে কিনা এখন থেকেই সন্দেহ প্রকাশ করছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। রাজ্যের উন্নয়ন করছে, কিন্তু সেই উন্নয়ন চোখে দেখা যাচ্ছে না। সেই উন্নয়ন সাধারণ মানুষের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি এখনও কাটমানি  নেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন প্রকল্পের টাকা বরাদ্দের ক্ষেত্রে। কুলপি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের এইধরনের নমুনা উঠে আসছে আমাদের কাছে।”

সম্পর্কিত খবর