ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, সন্তানদের জন্য পাথর রাঁধলেন মা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতার রাজপথে ক্ষুধার সাম্রাজ্য দেখে কবি প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন, ‘রাজপথে এই সব কচি কচি শিশুর কঙ্কাল–মাতৃস্তন্যহীন, /দধীচির হাড় ছিলো এর চেয়ে আরো কি কঠিন?’। খিদের এমনই এক মর্মস্পর্শী ছবি উঠে এল সংবাদমাধ্যমে। অভুক্ত সন্তানদের শান্ত করতে পাথর রান্নার অভিনয় করলেন মা। যাতে খাবারের প্রত্যাশা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে তারা।

কেনিয়ার মোম্বাসা শহরের এই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এনেছিল বিবিসি নিউজ। পেনিনা বাহাতি কিতসাও নামের ওই বিধবা মহিলা ও তার দুই সন্তানের অভুক্ত থাকার খবর প্রকাশ্যে আসে তাঁর এক প্রতিবেশীর মাধ্যমে। জানা যায়, অভাবের কারনে গত কয়েকদিন ধরে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেন নি তিনি। আট সন্তানের মা কিতসা এখন অসহায়। অভুক্ত শিশুদের মন ভোলাতেই পাথর রাঁধতে হয় মাকে৷ এই খবর সামনে আসার পরেই অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের দিকে।

কিতসাও নিরক্ষর। ঘরে তার ৮টি সন্তান। বাড়িতে নেই জল – বিদ্যুৎ এর নূন্যতম সুবিধাও। গত বছর গুন্ডাদের হাতে স্বামী অকালে মারা যাওয়ার পর স্থানীয় একটি লনড্রিতে কাজ করতেন তিনি। কিন্তু করোনা ভাইরাসের কারনে সরকারি ভাবে লকডাউন ঘোষনার জন্য কাজ নেই তাঁর।

বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনার ভাইরাসে 32,75,475 জন মানুষ এবং 2,31,573 জন মারা গিয়েছে। কেনিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৪০০। মৃত্যু হয়েছে ১৭ জনের। যদিও এই সরকারি হিসেবের সাথে নিজেদের মত মেলাতে পারছেন না অনেক বিশেষজ্ঞ। তাদের মতে দারিদ্র কবলিত এই দেশে রোগীর সংখ্যা আরো বেশী।

X