বাংলাহান্ট ডেস্কঃ পরীক্ষা (exam) দিতে যাওয়ার ৬ ঘন্টা আগে সন্তানের জন্ম দিল প্রসূতি মা। তারপর সদ্যজাতকে (new born baby) সঙ্গে নিয়েই গেলেন পরীক্ষা কেন্দ্রে। নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ইন্টার পরীক্ষাও। প্রসূতির প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে বিহারের তারাইয়া ব্লকের নারায়ণপুর এলাকায়। গত মঙ্গলবার ওই এলাকার অন্তঃসত্ত্বা মহিলার ইন্টার পরীক্ষার দিনই তাঁর প্রসব বেদনা শুরু হয়। অগত্যা পরীক্ষা দেওয়ার আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা শুরু ৬ ঘন্টা আগেই এক নবজাতকের জন্ম দেয় ওই প্রসূতি মহিলা। তারপর বাচ্চাকে সঙ্গে নিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় পরীক্ষা দিতে।
পানাপুর ব্লকের তোতাহন জগৎপুরের বাসিন্দা রাজদেব রাইয়ের মেয়ে কুসুম কুমারীর সঙ্গে তারাাই ব্লকের নারায়ণপুরের বাসিন্দা মালিক রাই গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পরও সে পড়াশুনা চালিয়ে যেতে থাকে। আর্টস নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিলাপ করে।
এদিকে শ্বশুরবাড়িতে পড়াশুনা করতে করতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কুসুম কুমারী। একদিকে হবু সন্তানের দেখভাল আর অন্যদিকে পড়াশোনা, দুইই চালিয়ে যায় কুসুম। গত ২ রা ফেব্রুয়ারী তাঁর প্রথম পরীক্ষা ছিল ভূগোলের। কিন্তু ১ লা ফেব্রুয়ারী রাত থেকেই তাঁর প্রসব বেদনা শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাঝ রাতে কুসুম একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সন্তানের জন্মের পর মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তখন কুসুম তাঁর পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তখন পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় একটি গাড়ির ব্যবস্থা করে তাঁকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কুসুম এবং তাঁর মেয়ের গল্প গোটা গ্রামে ছড়িয়ে পড়ে।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর