পছন্দ নয় বউমাকে, ২ লাখ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে অপহরণ, খুনের চেষ্টা! ধৃত শাশুড়ি

বাংলাহান্ট ডেস্ক : পছন্দ নয় পুত্রবধূকে (Daughter in law)। তাই দু লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে তাকে খুন করার ছক করছিলেন শ্বশুর বাড়ির লোকজন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) নরেন্দ্রপুরের কাদার হাতে এলাকায়। জানা গিয়েছে, অপহৃত এই বধূর বাপের বাড়ি সোনারপুরে বিদ্যাধরপুর এলাকায়।

শ্বশুর বাড়িতে অশান্তি লেগেই থাকত। বাড়ির বৌমাকে সহ্য করতে পারতেন না শাশুড়ি, ননদসহ অন্যান্য লোকেরা। তাই দু লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে বৌমাকে হত্যার ষড়যন্ত্র করলেন শাশুড়ি। এই গৃহবধুর নাম সুপ্রিয়া মণ্ডল। ইতিমধ্যেই এই গৃহবধুর জানিয়েছেন, তার শ্বশুর বাড়ির লোকেরা স্বামীর সাথে যোগাযোগ রাখতে দিতেন না।

অপহৃত গৃহবধূ বলেছেন, “দুদিন আগে রাত নটার সময় তিনটি মহিলা ও তিন-চারটি ছেলে এসে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারা নিজেদের এসপি অফিসের পুলিশ কর্মী বলে পরিচয় দেয়। আমাকে তুলে নিয়ে যাওয়ার সময় আমার সোনা-দানাও হাতিয়ে নেয় তারা। আমাকে এতদিন ধরে একটা ঘরে আটকে রেখেছিল। এরপর আমি ফোনে পরিচিতদের সাথে যোগাযোগ করে ওখান থেকে মুক্তি পাই।”

Narendrapur kidnap

গৃহবধূর কথায়, গত এক বছর ধরে তার স্বামীর সাথে তিনি থাকতেনও না। স্বামী স্ত্রীর কাছে আসতে চাইলেও বাধা দিতেন শ্বশুর বাড়ির লোকজন। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে শাশুড়ি, ননদসহ শ্বশুর বাড়ির লোকজনদের। সংবাদমাধ্যমের পক্ষ থেকে শাশুড়িকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর