Tonni Laha Roy: মায়ের মৃত্যুই বেঁধে দিল বন্ধন, পরস্পরকে আঁকড়ে নতুন পথচলা শুরু রাজদীপ-তন্বীর

বাংলাহান্ট ডেস্ক : প্রেমে পড়লেন রাজদীপ গুপ্ত এবং তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। না, এ কোনো সিনেমার চিত্রনাট্য নয়। বাস্তবই পরস্পরকে মন দিয়ে, পরস্পরের টানে কাছাকাছি এসেছেন তাঁরা। বিনোদুনিয়ায় সাধারণত সম্পর্কের খবর থাকে আড়ালে। কিন্তু রাজদীপ (Rajdeep Gupta) এবং তন্বী (Tonni Laha Roy) ঠিক করেছেন প্রকাশ্যেই উদযাপন করবেন প্রেম। কিন্তু এই ঘটনা ঘটল কী করে?

মাকে হারিয়েছেন রাজদীপ এবং তন্বী (Tonni Laha Roy)

ছোটপর্দার অতি পরিচিত মুখ রাজদীপ এবং তন্বী (Tonni Laha Roy)। কাজ করেছেন ওয়েব সিরিজেও। তবে দুজনের জীবনেই একটা শূন্যতা রয়ে গিয়েছে। কয়েক মাসের ব্যবধানে নিজের মাকে হারান রাজদীপ এবং তন্বী (Tonni Laha Roy)। ২০২৩ এর শেষের দিকে প্রয়াত হন অভিনেতার মা। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তার মাস কয়েক পরেই তন্বীর জীবনেও নেমে আসে একই অন্ধকার। মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি।

আরো পড়ুন : Arindam Sil: অতীতেও রয়েছে কেলেঙ্কারি, অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল

শূন্যতাই দুজনকে এনে দেয় কাছাকাছি

সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, তাঁদের দুজনের জীবনেই মায়ের প্রভাব ছিল খুব বেশি। তাই এত বড় ধাক্কায় ভেঙে পড়েছিলেন দুজনেই। দুজনের ক্ষেত্রেই যেহেতু বিষয়টা একই রকম ছিল তাই পরস্পরের প্রতি মানসিক দিক থেকে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন তাঁরা। সেখান থেকেই ভালোলাগা, অতঃপর প্রেম।

আরো পড়ুন : Television: নায়িকা হওয়ার শখ? টেলিভিশনে আসতে হলে থাকতেই হবে এই ৪ গুণ, টিপস লীনা গঙ্গোপাধ্যায়ের

পরিচয় ছিল আগে থেকেই

যদিও রাজদীপ তন্বীর (Tonni Laha Roy) পরিচয় কিন্তু আরো আগে থেকে। ‘বাক্স বদল’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেই সূত্রে কথা হত ঠিকই, তবে রাজদীপকে প্রেমিক হিসেবে নাকি মোটেই পছন্দ ছিল না তন্বীর। কিন্তু বিধাতা যে কার ভাগ্যে কাকে লিখে রাখেন, তা বোঝার সাধ্য রয়েছে কার?

Tonni Laha Roy

বিয়ে কবে করছেন রাজদীপ তন্বী? প্রশ্ন শুনেই অভিনেত্রীর উত্তর, এখন এসব কিছু তাঁরা ভাববেনই না। আগে নিজেরা প্রতিষ্ঠিত হবেন। এখনো অনেক সময় রয়েছে। বর্তমানে দুজনেই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। সদ্য প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘আলাপ’ ছবিতে দেখা গিয়েছে তন্বীকে। বড়পর্দায় প্রথম কাজ নিয়ে নাকি খুবই উৎসাহ ছিল তাঁর মায়ের। কিন্তু মেয়ের প্রথম বড় কাজ দেখে যেতে পারেননি তিনি। ছবি মুক্তি পাওয়ার আগেই মাকে হারান তন্বী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর