স্পোর্টস ব্রা যোগা প‍্যান্টে শরীরচর্চায় ব‍্যস্ত মৌনি, ভাইরাল বাঙালিকন‍্যার ‘বোল্ড’ ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় (mouni roy) এখন বলিউডের (bollywood) জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এখনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে প্রায়ই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন অভিনেত্রী।


তবে লকডাউনের জন‍্য দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন মৌনি। তখনও প্রায়দিনই নানান ছবি, ভিডিও শেয়ার করে অনুরাগীদের মাতিয়ে রেখেছিলেন অভিনেত্রী। কখনও তাঁকে দেখা গিয়েছে পরিবারের জন‍্য রান্না করতে আবার কখনও ছবি এঁকে, বই পড়ে সময় কাটিয়েছেন মৌনি।

https://www.instagram.com/p/CCi75-fJ1GH/?igshid=19p6cs93cdry8

https://www.instagram.com/p/CCsnL2aJzzx/?igshid=1vgfnkby6k9oe

https://www.instagram.com/p/CCQYFPwJxRL/?igshid=ystvcnc3y7ty

https://www.instagram.com/p/CCDrBc9p4yI/?igshid=1by1n0yhsy5il

দেশ জুড়ে আনলকডাউন শুরু হলেও এখনই নতুন ফটোশুট করা শুরু করেননি মৌনি। সময় কাটাচ্ছেন শরীরচর্চা, রান্নাবান্না, খাওয়াদাওয়া ও পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে। সম্প্রতি মৌনির শরীরচর্চার কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CC8CzULpIgj/?igshid=11z4hf28td83e

https://www.instagram.com/p/CC0Pv6HJKZA/?igshid=11sor9t1kshn6

https://www.instagram.com/p/CC0NhlSJqsx/?igshid=hasoy1yrnwp9

https://www.instagram.com/p/CBxfFWUJcul/?igshid=2u6lwj60o2c6

https://www.instagram.com/p/CBxf_AgJ4TC/?igshid=1tqju50y5kmyf

স্পোর্টস ব্রা ও যোগা প‍্যান্ট পরে ঘন সবুজের মাঝে শরীরচর্চা করতে দেখা গিয়েছে মৌনিকে। মাঝে মাঝেই যোগা, শরীরচর্চার ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। ইতিমধ‍্যেই লক্ষাধিক লাইক পড়ে গিয়েছে ছবিগুলিতে।

সম্পর্কিত খবর

X