দিলীপ ঘোষেরায় করিয়েছেন ভ্যাক্সিন জালিয়াতি, দাবি কল্যান বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। শাসক-বিরোধী দুই শিবির ইতিমধ্যেই জড়িয়ে গেছে তরজায়। কসবায় দেবাঞ্জন দেব ও তার সহকারীরা ভ্যাকসিন কাণ্ডে ধরা পড়ার পর থেকেই একের পর এক দিকে বাঁক নিয়েছে এই রহস্য। কলকাতা পুরসভাকে কার্যত বেস ক্যাম্প বানিয়ে কিভাবে এতদিন চলছিল এই দুর্নীতি তা নিয়ে রীতিমতো আশঙ্কিত সকলে।

ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি লিখে তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কার্যত শাসকদলের ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও(Dilip Ghosh)।

তিনি এও বলেন, “বড় বড় লোকেরা যুক্ত আছেন। ধরা পড়ে গেছেন। তাই এখন নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষকে অন্ধকারে রেখে টিকা নিয়ে ব্যাবসা হচ্ছে।” এবার তার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়(Kalyan Bandopadhyay )। কল্যান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্ব সকলের কাছেই পরিচিত এবার এই ভ্যাকসিন প্রতারণা কান্ডকেও কার্যত ‘দীলিপবাবুদেরই পরিকল্পনা’ বলে কটাক্ষ করলেন করলেন।

এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “টিকা-কাণ্ডে ঠিকঠাক তদন্ত চলছে! আমার মনে হয়, দিলীপ ঘোষেদের বিজেপির লোকেরাই পরিকল্পনা করে সমস্ত কাজ করাচ্ছে। দিলীপ ঘোষের লোকেদের সঙ্গে কারও না কারও আঁতাত রয়েছে। এ সব বিজেপি থেকে পরিকল্পনা করে করেছে।’’

dilip ghosh attacks staste govt about fraud vaccination case

ভ্যাকসিন করতে ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। আর সেই কারণে দিলীপ ঘোষকে অশিক্ষিত বলেও কটাক্ষ করেন করলেন। তার দাবি অশিক্ষিত সংসদ তাই তিনি জানেন না কোন ক্ষেত্রে সিবিআই তদন্ত হয় আর কোন ক্ষেত্রে হয়না। এই মুহূর্তে ভ্যাকসিন কান্ড নিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতি। এমনকি কলকাতা পুরসভার যোগের হাত দেখছেন অনেকেই। এমতাবস্থায় কল্যাণের এই মন্তব্যে ঘটনা নতুন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।


Abhirup Das

সম্পর্কিত খবর