বহুমূল্যবান গাড়ি কিনে CSK সতীর্থদের রাঁচিতে ঘোরালেন ধোনি! দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির গাড়ি এবং বাইকের প্রতি ভালবাসা কারোর অজানা নয়। সম্প্রতি তিনি নিজের কালেকশনে আরো একটি রত্ন যোগ করেছেন। ৬৫ লক্ষ বললে বিনিময়ে ধোনি কিনে ফেলেছেন একটি ‘এসইউভি কিয়া ইভি সিক্স’। রাঁচির রাস্তায় ধোনিকে এই গাড়িটি চালিয়ে যেতে দেখা গিয়েছে।

কিয়া সংস্থাটি সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের এই মডেলটি ভারতে এখনও অবধি ২০০টিরও বেশি ‘ইভিসিক্স’ বিক্রি করেছে, যা এটিকে সাম্প্রতিককালে ভারতে কিয়ার সবচেয়ে লাভজনক গাড়িতে পরিণত করে তোলে। এটি একটি ফ্রন্ট-মাউন্টেড একক মোটরওয়ালা গাড়ি যা সর্বাধিক ২৯৯ হর্স পাওয়ার এবং ৩৫০ এনএম টর্ক উৎপাদন করে। এটি একজোড়া বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়।

ধোনি অবশ্য এই গাড়িতে চেপে রাঁচির রাস্তায় একা ঘুরে বেড়াননি। তার দুই চেন্নাই সুপার কিংস এর সতীর্থ কে নিয়ে তিনি এই গাড়িতে ঘুরে বেরিয়েছেন। এই মুহূর্তে টুইটারে যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেটায় দেখা যাচ্ছে কেদার যাদব এবং ঋতুরাজ গায়কোয়াড়কে ধোনির গাড়িতে উঠতে।

ধোনিকে আবার মাঠে দেখা যাবে ২০২৩ সালের মার্চ মাসে যখন আইপিএল আরম্ভ হবে। খুব সম্ভবত আইপিএলে নিজের শেষ মরশুম খেলতে মাঠে নামবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তার আগে ডিসেম্বর মাসে আয়োজিত হতে চলা মিনি অকশনে নিজেদের ঘর ভালোভাবে গুছিয়ে নিতে চায় সিএসকে।

চেন্নাই সুপার কিংসের হাতে এইমুহূর্তে ক্রিকেটার রিলিজ করার পর হাতে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা রয়েছে। শোনা যাচ্ছে তারা নিলামে কেন উইলিয়ামসন এবং ময়ঙ্ক আগরওয়ালকে দলে নিতে পারে।

X