বিরাট, রোহিতও ফেল! রাসেল জানালেন তার পছন্দের তারকার নাম, মহানক্ষত্রকে বেনজির শ্রদ্ধা

বাংলা হান্ট ডেস্ক : IPL-২০২৪ এর শুরুর থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আন্দ্রে রাসেল (Andre Russell)। তার ঝোড়ো ব্যাটিং-র সামনে বোলারদের টিকে থাকাটাই মুশকিল হয়ে পড়েছে। বিশেষ করে লোয়ার অর্ডারে তার পারফরমেন্স সত্যিই নজরকাড়া। তবে তিনি যে কেবল নিজের ব্যাটিং দিয়েই ঝড় তুলেছেন তাই নয়, একই সাথে নিজের চাঞ্চল্য ছড়িয়েছেন নিজের মন্তব্য দিয়েও।

গত ৮ এপ্রিল ছিল কলকাতা বনাম চেন্নাইয়ের ম্যাচ। চিপসের স্টেডিয়ামে ভক্তদের উত্তেজনা ছিল দেখার মত। যেখানে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) মাঠে নামার সাথে সাথেই গোটা গ্যালারি জুড়ে শুরু হয় ধোনির নামের জয়ধ্বনি। গোটা গ্যালারিতে গমগম করতে থাকে ধোনির নামের শব্দব্রহ্ম। শব্দ পরিমাপক যন্ত্র বলছে সেই আওয়াজের পরিমাপ ছিল ১২৫ ডেসিবেল। আওয়াজ সহ্য করতে না পেরে কানে হাত চাপা দেন রাসেল।

   

রাসেলের এই কাণ্ডের পর তা নিয়ে তুমুল হইচই হয় সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন কলকাতার সেরা ব্যাটার (Andre Russell On MS Dhoni)। এইদিন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমএস ধোনির একটি ছবি শেয়ার করে তার ক্যাপশন বক্সে তিনি লিখেছেন, ‘আমি মনে করি এই মানুষটি সহজেই বিশ্বের সবচেয়ে পছন্দের ক্রিকেটার।’

আরও পড়ুন : অবিচারের শিকার টিম ইন্ডিয়ার এই তারকা! KKR-র প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড়

রাসেলের এই পোস্টটিই নজর কেড়েছে ভক্তদের। কারণ তিনি তার পোস্টে রোহিত শর্মা বা বিরাট কোহলির নাম নেননি। তবে ক্যারিবিয়ান তারকার এই মন্তব্য যে ভুল তা কিন্তু একেবারেই নয়। মাহি যে সারা বিশ্বেই দারুণ জনপ্রিয় সেই কথা তো সবারই জানা। এর আগে দর্শকদের মধ্যে ধোনির ক্রেজ থেকে প্যাট কামিন্সও ‘থ’ হয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন : ৯১৪৭ কোটির ফ্র্যাঞ্চাইজি! KKR ছাড়াও রয়েছে আরও তিন দলের মালিকানা রয়েছে শাহরুখের হাতে

80044 17126374731390 1920

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক বলেন, ‘দর্শকরা যেন ধোনিকে দেখে পাগল হয়ে গিয়েছিলেন। ও মাঠে পা রাখতেই বিরাট আওয়াজ। কোনও স্টেডিয়ামে এর চেয়ে বেশি জোরে আওয়াজ আমি অতীতে শুনিনি।’ কামিন্সের পর এবার ঝড় তুলেছে রাসেলের এই পোস্টটিও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর