চেন্নাই হারলেও অনন্য রেকর্ড গড়লেন ধোনি, শচীন-রাহুল দ্রাবিড়কে টপকে গেলেন ক্যাপ্টেন কুল

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ফলে ফ্যানেদের মধ্যে উন্মাদনা যে চরমে ছিল, তা বলা যায়। একদিকে যেমন দুরন্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে খেলা কলকাতা দল আবার অন্যদিকে ধোনির হাত থেকে দায়িত্ব নেওয়া জাদেজার ক্যাপ্টেন্সি দেখার জন্য মুখিয়ে ছিল সকল ক্রিকেট ফ্যান। আর এই সকলের মাঝেই ধোনি এমন এক অনন্য রেকর্ড করেছেন, যার ফলে আইপিএলের স্বর্নাক্ষরে তাঁর নাম উঠে আসলো। কি সেই রেকর্ড, চলুন দেখে নেওয়া যাক।

কলকাতা বনাম চেন্নাই ম্যাচ-এ একাধিক দিকে নজর ছিল। শ্রেয়াস আইয়ার বনাম জাদেজার ডুয়েল থেকে শুরু করে রাসেল ঝড়, নারিন ম্যাজিক কিংবা ব্রাভোর সেলিব্রেশনের দিকে নজর ছিল সকল ক্রিকেট দর্শকের আর এ সকলের মাঝেই বিধ্বংসী মেজাজে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে যখন দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে, সেই মুহূর্তে মাঠের মধ্যে আগমন ঘটে ক্যাপ্টেন কুলের। প্রথমটা ধীরগতিতে করলেও পরে বিধ্বংসী মেজাজে দেখা যায় তাঁকে। মাত্র 38 বলে 50 রান করে দলকে পৌঁছে দেন ভালো স্কোরে। পরবর্তীকালে কলকাতার ব্যাটসম্যানরা নেমে মাত্র চার উইকেট হারিয়ে চেন্নাইয়ের 131 রানের লক্ষ্যমাত্রা ভেদ করে এবং আইপিএলের প্রথম ম্যাচে জয় অর্জন করে।

কিন্তু এসকল এর মধ্যেও ধোনির নাম স্বর্ণাক্ষরে লেখা রইল। কারণ আর কিছুই নয়, ধোনি 40 বছর এবং 262 দিনের মাথায় অর্ধশতরান করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হাফ সেঞ্চুরি করলেন। এর আগে এই রেকর্ড এর মালিক ছিলেন রাহুল দ্রাবিড় (40 বছর 116 দিন) এবং শচীন তেন্ডুলকর (39 বছর)। তবে তাঁদের রেকর্ডকে চুরমার করে নিজের নাম সবচেয়ে উপরে প্রতিষ্ঠা করলেন ধোনি। ফলে ম্যাচ হেরে গেলেও সমর্থকদের মধ্যে খুশির হাওয়া চরমে পৌঁছায়।

dhoni

প্রসঙ্গত ম্যাচের সেরা হয়েছেন উমেশ যাদব, যিনি বল হাতে 4 ওভারে দুটি উইকেট তুলে নেন। এছাড়াও কলকাতার ইনিংসের শুরুর দিকে রাহানের করা 44 রান এবং রানার সহযোগিতায় খুব সহজেই কলকাতা জয়লাভ করে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর