বুড়ো হাড়ে ভেলকি! IPL-এ বড় চমক ধোনির, গড়লেন নয়া রেকর্ড

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার IPL-এ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। ওই ম্যাচে একটি দুর্ধর্ষ নজির গড়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ম্যাচটি CSK জিততে না পারলেও ধোনির এই বিশেষ রেকর্ডের কারণে খুশি হয়েছেন অনুরাগীরা। মূলত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে উইকেটের পেছনে ১৫০ টি ক্যাচ নিলেন এমএস ধোনি। তিনি তিনি ইতিমধ্যেই দীনেশ কার্তিকের রেকর্ড ভেঙে ফেলেছেন।

IPL-এ বিরাট রেকর্ড ধোনির (MS Dhoni):

জানিয়ে রাখি যে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের বলে নেহাল ভাধেরার ক্যাচ ধরার সাথে সাথেই IPL-এ ধোনির (MS Dhoni) ক্যাচের সংখ্যা ১৫০-এ পৌঁছে যায়। IPL-এ এই বিরাট কৃতিত্ব অর্জনকারী প্রথম উইকেটরক্ষক হিসেবে বিবেচিত হচ্ছেন ধোনি।

MS Dhoni sets new record in IPL.

এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। যিনি IPL-এ ১৩৭টি ক্যাচ নিয়েছিলেন। এছাড়াও, ঋদ্ধিমান সাহা তৃতীয় স্থানে আছেন। তিনি নেন ৮৭ টি ক্যাচ। এদিকে, চতুর্থ নামটি হল ঋষভ পন্থের। যিনি এখনও পর্যন্ত ৭৬টি ক্যাচ নিয়েছেন এবং কুইন্টন ডি কক নিয়েছেন ৬৬ টি ক্যাচ।

আরও পড়ুন: QR কোডের মাধ্যমে সহজেই হবে কাজ! লঞ্চ হল New Aadhaar App, মিলবে একগুচ্ছ সুবিধা

IPL-এ উইকেটরক্ষক হিসেবে সর্বাধিক ক্যাচ:
১. ১৫০ টি ক্যাচ – এমএস ধোনি (MS Dhoni)
২. ১৩৭টি ক্যাচ – দীনেশ কার্তিক
৩. ৮৭ ক্যাচ – ঋদ্ধিমান সাহা
৪. ৭৬ টি ক্যাচ – ঋষভ পন্থ
৫. ৬৬ টি ক্যাচ – কুইন্টন ডি কক

আরও পড়ুন: মিলল স্বস্তি! আরও কমবে বাড়ি-গাড়ির EMI! ফের রেপো রেট কমানোর ঘোষণা RBI-এর

জানিয়ে রাখি যে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এমএস ধোনি (MS Dhoni)। অনেক সমালোচনার মুখোমুখি হওয়ার পর ধোনিকে ওই ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নামানো হয়। তিনি ১২ বলে ২৭ রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেন। ওই ইনিংসে ধোনি ১ টি চার এবং ৩ টি ছক্কা মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৫। যদিও, পরে তিনি আউট হয়ে যান এবং চেন্নাই সুপার কিংস ম্যাচটি জিততে পারেনি। উল্লেখ্য যে, এমএস ধোনি এখনও পর্যন্ত ৭, ৮ অথবা ৯ নম্বরে ব্যাট করতেন। কিন্তু, এবার তিনি ৫ নম্বরে ব্যাট করতে আসেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X