হুক্কায় টান দেওয়াই কাল হল ধোনির! ‘ক্যাপ্টেন কুল’কে প্রকাশ্যে ধূমপান করতে দেখে কটাক্ষ নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক : ফিটনেসের জন্য লক্ষ লক্ষ ভক্তদের কাছে তিনিই লক্ষ্যমাত্রা। ৪২ বছর বয়সি ভারতের এই ঠাণ্ডা মস্তিষ্কের দুর্দান্ত খেলোয়াড় সবসময়েই থাকেন ফিটনেস গেমের শীর্ষে। কথা হচ্ছে, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের সুপারস্টার এমএস ধোনিকে নিয়ে। কিন্তু, সাম্প্রতিক একটি ভিডিওতে তাঁর চেনা ছবি পালটে গিয়েছে বলেই মনে করছেন নেটিজেনরা।

সম্প্রতি একটি পার্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাস্থ্য সচেতন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) -কে সেই পার্টিতে দেখা গেছে খোশ মেজাজে হুক্কা-র গড়গড়ায় টান দিয়ে হু হু করে ধোঁয়া ছাড়তে। খুব অস্পষ্ট এই ভিডিয়োর ফুটেজটি। যে ব্যক্তি স্বাস্থ্যের বিষয়ে দেশের যুব-তরুণদের আইকন, তাঁকে অবলীলায় ধূমপান করতে দেখে কার্যত থ হয়ে গেছে নেট দুনিয়া।

আরোও পড়ুন : ‘‌ভারতবর্ষে তাঁর কী অবদান আছে? একেবারে জিরো’, নোবেলজয়ী অমর্ত্যকে নজিরবিহীন আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর

একজন সেই ভিডিয়ো শেয়ার করে টুইট করেছেন, ‘এমএস ধোনি গাঁজা আর ড্রাগসের প্রচার করছেন। শুধু ভাবুন একবার যে এটি ভক্তদের উপর কেমন প্রভাব ফেলছে। দেশের মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলার জন্য এই মানুষটাকে গ্রেফতার করা উচিত। এই প্রতারক খেলোয়াড়কে বয়কট করুন।’

আরোও পড়ুন : বালুর হাত ধরেই হাতেখড়ি; এলাকার ত্রাস শঙ্কর আঢ্যর উত্থানের কাহিনী যেন সিনেমা! শুনলে চমকে উঠবেন

আরেকজন লিখলেন, ‘এটা এমএস ধোনি! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তবুও আমি ওর একজন ভক্ত’। বলা বাহুল্য, প্রচুর নেগেটিভ রিয়্যাকশন এসেছে। প্রসঙ্গত, ব্লেজারে ফর্মাল লুকে সেজেছিলেন ধোনি। ভিডিয়োতে দেখা গেল অভিনেতা সানি সিংকেও। যদিও কোন অনুষ্ঠানের সময় এটি ক্যামেরাবন্দি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

যদিও, এম.এস ধোনির প্রাক্তন আইপিএল সতীর্থ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি একথা জানিয়েছিলেন যে, ‘তিনি একটু শিশা বা হুক্কা খেতে পছন্দ করেন। তিনি প্রায়ই এটিকে নিজের ঘরে সেট করতেন এবং এই ঘরের দরজা সবসময় খোলা থাকত। আপনি ভিতরে যাবেন এবং প্রায়শই সেখানে অনেক তরুণ খেলোয়াড়ের দেখা পাবেন।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর