CSK বনাম GT, IPL-এর প্রথম ম্যাচে ধোনি বনাম হার্দিক দ্বৈরথ! এগিয়ে কারা? নজর রাখুন এই তারকাদের ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। দীর্ঘ অপেক্ষার পর তিন বছরের করোনা আতঙ্ক কাটিয়ে ২০১৯ সালের পর ফের একবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে আয়োজিত হতে চলেছে মিলিয়ন ডলার লিগ। ফের একবার নিজ নিজ দলের সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবেন দলের ক্রিকেটাররা। সেই সঙ্গে তাদের সামলাতে হবে অ্যাওয়ে দলের সমর্থকদের চাপও।

আজকের ম্যাচ:
আজকে চলতি মরশুমের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং আইপিএলের অন্যতম সফল দল ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। তবে এখনও পর্যন্ত দুইবারের সাক্ষাতে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। গতবার প্রথম ম্যাচে বাংলা রঞ্জি দলের তারকা বোলার মহম্মদ শামির দাপটে ৩ উইকেটে জয় পেয়েছিল টাইটান্সরা। দ্বিতীয় সাক্ষাতে একবার জীবনদান পাওয়া ঋদ্ধিমান সাহা অর্ধশতরান করে চেন্নাইয়ের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছিল গুজরাট শিবিরে।

csk vs gt

পিচ রিপোর্ট: পরিসংখ্যান বলছে আহমেদাবাদে বিশাল বড় রানের আশা না করাই শ্রেয়। যে পেশার এবং স্পিনার দুই ধরণের বোলারদের জন্যই সাহায্য থাকবে। তবে টস জয়ী অধিনায়ক রাতের দিকে শিশিরের কথা মাথায় রেখে হয়তো প্রথমে বোলিং করে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করতে পারেন

আজ নজর কাদের ওপর?
চেন্নাই সুপার কিংস আজকের ম্যাচের নায়ক হয়ে উঠতে পারেন বেন স্টোকস এবং রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ড টেস্ট অধিনায়ক যদিও বল করতে পারবেন না কিন্তু জাদেজা চোট কাটিয়ে ২২ গজে প্রত্যাবর্তনের পর থেকেই অসাধারণ ছন্দে আছেন। অপরদিকে গুজরাট টাইটান্স দলের নায়ক হওয়ার ক্ষমতা রয়েছে শুভমান গিল এবং রশিদ খানের। গিল চলতি বছরে অসাধারণ ছন্দে রয়েছে এবং রশিদ খানের অলরাউন্ড দক্ষতার ব্যাপারে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

সম্ভাব্য সিএসকে একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রায়ডু, বেন স্টোকস, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংহ ধোনি, ডোয়েইন প্রিটোরিয়াস, দীপক চাহার, সিমরজিৎ সিং

সম্ভাব্য গুজরাট একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলঝারী জোসেফ, মহম্মদ শামি, শিবম মাভি, যশ দয়াল

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর