ফের বাজিমাত আম্বানির! অধিগ্রহণ করলেন ৪৫ পুরনো বছরের ব্র্যান্ড, এই সেক্টরে বাড়বে দাপট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একের পর এক সংস্থাকে অধিগ্রহণ করছেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড ৪৫ বছর বয়সী একটি ব্র্যান্ড অধিগ্রহণ করেছে। এই ব্র্যান্ডের নাম ভেলভেট (Velvette)। যেটি তামিলনাড়ুতে অবস্থিত।

বড় পদক্ষেপ আম্বানির (Mukesh Ambani):

আসলে, আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স রিটেল (Reliance Retail) রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের মাধ্যমে এই অধিগ্রহণ সম্পন্ন করেছে বলে জানা গিয়েছে। ওই ব্র্যান্ডটি একটি দৈনিক গৃহস্থালি পণ্য (এফএমসিজি) প্রস্তুতকারী সংস্থা হিসেবে বিবেচিত হয়। এদিকে, এই অধিগ্রহণ পার্সোনাল কেয়ার বিভাগে রিলায়েন্স রিটেলের উপস্থিতিকে আরও শক্তিশালী করে তুলবে।

Mukesh Ambani acquired the 45-year-old brand.

কি জানিয়েছেন কোম্পানির সিইও: এই প্রসঙ্গে কোম্পানির চিফ অপারেটিং অফিসার (COO) কেতন মোদী জানিয়েছেন যে, এই অধিগ্রহণ চুক্তি স্বাক্ষরের পরে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস শ্যাম্পুর ভেলভেট ব্র্যান্ডকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। খুব শীঘ্রই পার্সোনাল কেয়ার সেগমেন্টে বিভিন্ন ধরণের প্রোডাক্ট লঞ্চ করা হবে। তিনি আরও বলেন, “রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের অন্যতম চিন্তা হল ভারতীয় হেরিটেজ ব্র্যান্ডগুলিকে অধিগ্রহণ করা। আমরা ক্যাম্পা এবং তারপর রাভালগাঁও সুগার (পান পাসন্দ এবং কফি ব্রেকের প্রবর্তক) অধিগ্রহণ করেছি। এখন আমরা ভেলভেট অর্জন করতে পেরে আনন্দিত। আমাদের উদ্দেশ্য হল ব্র্যান্ডটিকে (ভেলভেট) ফের পুনরুজ্জীবিত করা।”

আরও পড়ুন: অপেক্ষার অবসান! এই তারকা প্লেয়ারই হচ্ছেন KKR-এর অধিনায়ক? চলে এল বড় আপডেট

চুক্তির বিস্তারিত: জানিয়ে রাখি যে, এই কৌশলগত চুক্তিটি রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডকে ভেলভেটের জন্য একটি চিরস্থায়ী লাইসেন্স প্রদান করেছে। যার ফলে একটি শক্তিশালী ভিত্তি সহ ভবিষ্যতের ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্সের প্রতিশ্রুতির সাথে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এছাড়াও ভারতের ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও রিলায়েন্সের পদক্ষেপের ভাবনাকে বজায় রেখেছে। প্রাথমিকভাবে, রিলায়েন্স কনজিউমার তামিলনাড়ুতে ভেলভেট ব্র্যান্ডের অধীনে শ্যাম্পুর একটি সিরিজ চালু করবে এবং পরে অন্যান্য বাজারে নিজেদের প্রসারিত করবে। কেতন জানান যে, সংস্থাটি প্রথমে শ্যাম্পু তৈরি করবে এবং পরে ভেলভেট ব্র্যান্ডের অধীনে সাবান এবং অন্যান্য প্রোডাক্ট চালু করবে।

আরও পড়ুন: চিনের প্রসঙ্গে ভারতকে বড় প্রস্তাব ট্রাম্পের! কিন্তু রাজি নয় দিল্লি, কেন?

১৯৮০ সালে চালু হয়েছিল: প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৮০ সালে সুজাতা বায়োটেকের প্রতিষ্ঠাতা সিকে রাজকুমার ভেলভেটের চালু করেছিলেন। তাঁর বাবা আর চিন্নিকৃষ্ণনের দৃষ্টিতে অনুপ্রাণিত হয়ে, রাজকুমার পিভিসি পিলো পাউচে প্যাকেজিং শ্যাম্পুর ধারণার পথপ্রদর্শক হয়েছিলেন। তাঁর উদ্ভাবন এফএমসিজি শিল্পকে বদলে দিয়েছে। ভেলভেট ১৯৮০-র দশকের গোড়ার দিকে ভোল্টাসের সাথে একটি মার্কেটিং ডিল সম্পন্ন করেছিল। রাজকুমার পরে মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনের জন্য গোদরেজ গ্রুপের সাথে অংশীদারিত্ব করেন এবং ভেলভেটকে একটি আঞ্চলিক ব্র্যান্ড থেকে একটি জাতীয়ভাবে স্বীকৃত ব্র্যান্ড হিসেবে রূপান্তরিত করেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X