বাংলাহান্ট ডেস্কঃ রতন টাটার পর এগিয়ে এলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। দেশে করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ শুরু হতেই অক্সিজেন (oxygen) সংকট দেখা দিয়েছে। এই অক্সিজেনের ঘাটতি মেটাতে ভারতীয় রেলের তরফ থেকে অক্সিজেন এক্সপ্রেসও চালু করা হয়েছে। পাশাপাশি তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নিয়েছেন রতন টাটা।
মঙ্গলবার টাটা কোম্পানি একটি ট্যুইটে লেখে, অক্সিজেনের অভাব মেটাতে আর ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করার জন্য পূর্ণ প্রয়াস করছি আমরা। বলে রাখি, একদিন আগেই টাটা স্টিল ঘোষণা করেছিল যে, তাঁরা রাজ্য সরকার আর হাসপাতাল গুলোকে প্রতিদিন ২০০-৩০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন পাঠাবে।
Reliance increases supply of oxygen to over 700 tonnes a day to #COVID-hit states like Gujarat, Maharashtra and Madhya Pradesh.
It will provide relief to over 70,000 critically ill patients everyday.
RIL plans to raise medical-grade #oxygen production capacity to 1,000 tonnes pic.twitter.com/PSMLSn9DnU
— CNBC-TV18 (@CNBCTV18Live) April 20, 2021
এবার এই একই পথে হাঁটল রিলায়েন্স গ্রুপসও। গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশের মতো করোনা দ্বারা বেশি ক্ষতিগ্রস্থ রাজ্যগুলোতে প্রতিদিন ৭০০ টনের বেশি পরিমাণ অক্সিজেনের সরবরাহ করার ঘোষণা করলেন মুকেশ আম্বানি। এর ফলে প্রতিদিন ৭০০০০ হাজারেরও বেশি অসুস্থ রোগীর চিকিৎসা করা সম্ভব হবে। পাশাপাশি আরআইএল মেডিকেল-গ্রেড অক্সিজেন উৎপাদন ক্ষমতা ১০০০ টন করার পরিকল্পনা করছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড সীমা পার করে যাচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। কেন্দ্র সরকার গত বছরের মত এবারও বড়সড় লকডাউনের সিদ্ধান্ত না নিলেও, বেশকিছু জায়গায় অল্প সময়ের জন্য লকডাউন জারি করা হয়েছে। সেইসঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে করোনা বিধি নিষেধের পালন। মাস্ক ব্যবহার, স্যানেটাইজার ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাও বাধ্যতামূলক রয়েছে।