বাংলাহান্ট ডেস্ক : ভারতের সবথেকে ধনী ব্যক্তি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) প্রায়ই বিভিন্ন কারণে খবরের হেডলাইন্সে থাকেন। মুকেশ ও তার পরিবার সম্পর্কে অনেকেই জানতে কৌতূহলী। আম্বানি পরিবারের বিলাসিতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। একথাও অনেকেই জানেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও মুকেশ আম্বানি খুবই ধার্মিক।
ধর্ম ও ঈশ্বরের প্রতি মুকেশ ও তার পরিবারের বিশ্বাস অন্যতম আলোচনার বিষয়। মাঝেমধ্যেই দেখা যায় ভারতের বিভিন্ন মন্দিরে মুকেশ আম্বানি তার পরিবারকে নিয়ে হাজির হয়েছেন। এরই মধ্যে একটি শ্রীনাথজীর মন্দির। এই মন্দির অবস্থিত নাথদ্বারায়। দীর্ঘদিন ধরে মুকেশ ও তার পরিবার রাজস্থানের এই মন্দিরে এসে পুজো দিয়ে যান।
কিন্তু এই মন্দিরের বিশেষত্ব কী সেটা কি আপনাদের জানা আছে? আলোচনায় যাওয়ার আগেই বলে রাখা ভালো এই মন্দিরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এসেছেন। তাই স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতুহল জাগে এই মন্দির সম্পর্কে। এই মন্দিরের এমন কী বৈশিষ্ট্য রয়েছে যার জন্য আম্বানি-মোদির মতো বিখ্যাত ব্যক্তিত্বরা নিয়মিত আসেন।
রাজস্থানের উদয়পুরের কাছে অবস্থিত শ্রীনাথজীর মন্দির। ভগবান কৃষ্ণের অবতার শ্রীনাথজীকে এই মন্দির উৎসর্গ করা হয়েছে। ১৭ শতকে মহারাজা রাজ সিং এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের ভেতরে রয়েছে গাঢ় রঙের শ্রীনাথজীর মূর্তি। হোলির পর এই মন্দিরে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অসংখ্য ভক্ত এই সময় মন্দিরে এসে ভিড় জমান।
লোককথা অনুযায়ী, এই মন্দিরে আসলে পূর্ণ হয় সব ইচ্ছা। বহু মানুষ নিজেদের মনস্কামনা নিয়ে এই মন্দিরে আসেন পুজো দিতে। এর ফলে মানুষের কাছে এই মন্দিরটি খুবই জাগ্রত বলে পরিচিত। ভক্তরা এই মন্দিরে প্রচুর অর্থ ও সোনা দান সামগ্রী হিসেবে দেন। প্রতিবছর লক্ষাধিক ভক্ত দর্শন করতে আসেন শ্রীনাথজীর মন্দির।