খুশির জোয়ারে ভাসল আম্বানি-পিরামল পরিবার! যমজ সন্তানের জন্ম দিলেন মুকেশ কন্যা ইশা

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তাঁর পরিবারের সদস্যরা সবসময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেই রেশ বজায় রেখেই এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এল আম্বানি পরিবার। তবে, এবার সামনে এল দারুণ এক সুখবরও! জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি (Isha Ambani) যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

স্বাভাবিকভাবেই, এই ঘটনায় খুশির রেশ আম্বানি এবং পিরামল পরিবারে। জানা গিয়েছে, ইশা আম্বানি গত ১৯ নভেম্বর যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই প্রসঙ্গে আম্বানি এবং পিরামল পরিবারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা জানাতে পেরে আনন্দিত যে, ঈশ্বরের কৃপায়, আমাদের সন্তান ইশা এবং আনন্দ ২০২২ সালের ১৯ নভেম্বরে যমজ সন্তানের মা-বাবা হয়েছে। ইশা এবং উভয় সন্তান, শিশুকন্যা আদিয়া এবং শিশুপুত্র কৃষ্ণ সম্পূর্ণ সুস্থ। এই উপলক্ষ্যে আমরা আপনাদের আশীর্বাদ কামনা করছি। এছাড়াও আদিয়া, কৃষ্ণ, ইশা এবং আনন্দের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের শুভেচ্ছার অপেক্ষায় রইলাম।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ঈশা আম্বানি এবং আনন্দ পিরামল ২০১৮-র ১২ ডিসেম্বর মুম্বাইয়ের আলটামাউন্ট রোডে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে বিবাহ করেছিলেন। পাশাপাশি, আনন্দ পিরামল পিরামল গ্রুপের চেয়ারম্যান অজয় ​​পিরামলের ছেলে। এদিকে, তাঁদের বিবাহের অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, শিল্পপতি রতন টাটা, বচ্চন পরিবার, মেগাস্টার রজনীকান্ত সহ আমির খান এবং শচীন তেন্ডুলকারের মত তারকারাও উপস্থিত ছিলেন।

এদিকে, ইশা এবং আনন্দ ২০১৮-র সেপ্টেম্বরে ইতালির লেক কোমোতে বাগদান সম্পন্ন করেছিলেন। এরপরে, উদয়পুরে ধুমধামের সাথে তাঁদের বিয়ের প্রাক-বিবাহের উৎসব শুরু হয়েছিল। যেখানে রাজনীতি, ব্যবসায়িক এবং ক্রীড়া জগতের একের পর নামজাদা ব্যক্তিত্বের সাথে বলিউডের তারকা এবং শিল্পীরাও উপস্থিত ছিলেন।

anand1

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কন্যা ইশা আম্বানি, রিলায়েন্সের ব্যবসায়িক সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশের দায়িত্বে রয়েছেন। এদিকে, রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্বও সামলেছেন তিনি। পাশাপাশি, চলতি বছরের আগস্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি ইশা আম্বানিকে রিলায়েন্স রিটেল বিজনেসের লিডার হিসেবে অভিহিত করেন। অপরদিকে, আনন্দ পিরামল পিরামল গ্রুপের ফিনান্সিয়াল সার্ভিসের দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর